দ্বিতলা ভূবন

মিথুন ৩১ মে ২০১৬, মঙ্গলবার, ১২:০১:৪৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

8289735226_ef965e5cee-a
এ কুটির, অই নীল পাহাড়
দিঘীর জল; আজ থেকে সব আমার।
এক হাতে টেনে এনে মেঘ, যখন তখন
দুহাতের তালুতে কুন্ডলি করে বানিয়ে ফেলবো হাওয়াই মিঠাই
সাথে থাকবে গাঢ় মিষ্টির চা।
জাল ফেলে দিঘির জলে দু'চারটা কাকড়া, শামুক মিলেই যাবে কি বলো?
নাক সিঁটকিয়ে কাজ হবেনা, সব খেতে হবে।
হয়ে গেলো খাদ্য সমস্যার সমাধান।
অইযে চারপাশ জুড়ে সবুজ, অইখানে ছুটে বেড়াবে হাঁস মুরগির ছানা
আর পেছন পেছন তুমি;
রোদ- বৃষ্টিতে মেঘের ছায়া, আর ঝড় এলেই তোমার বুকের পাহারা
আর কি চাই?
মেঠো আদিমতায়
শান্ত জলে জলতরঙ্গের শব্দ তুলে সকাল বিকাল
দিঘীসাঁতার দেবো, যখন ইচ্ছে।
বৈকালিক ভ্রমণ হবে প্রতিদিন অই পাহাড়ে
একটি করে সিঁড়ি পাড় হতে হতে
একদিন আমরাও উঁঠে যাব চুড়োয়
দুজনের নাম লেখা পতাকা গেঁথে
ঘোর ঘোর বিষ্ময়ে দেখবো দূর থেকে পিপীলিকার মতো আমাদের ক্ষুদে কুটির,
আমাদের দ্বিতলা ছোট্ট স্বর্গ..................

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ