সংসার ধর্মে তেলাপোকার বাস
জায়নামাজটাও অপবিত্র হচ্ছে-
মাটির পাপগুলো নোনে যাচ্ছে
কোন চুরাগলি অন্ধকার পথ!
অথচ টিকটিকির সাবধানতার
শব্দ কানে নাকি যায় না;
তেলাপোকার কি কান আছে দুটো!
তাহলে বিধাতারী দোষ?
আমার দৃশ্যগুলো চোখে ভাসে না
তবু সন্দেহের এক গলা তেলাপোকা!
কিলবিল করে যাচ্ছে বসবাস-
তাহলে বলো বিধাতা কার দোষ।
২১ আশ্বিন ১৪২৮, ০৬ অক্টোবর ২১
৩৫৬জন
২৪৫জন
১০টি মন্তব্য
অনন্য অর্ণব
সহন্দের মানে কি?
আলমগীর সরকার লিটন
জি সহন্দের> সন্দেহের হবে
অশেষ ধন্যবাদ জানাই অর্ণব দিদি
মোঃ মজিবর রহমান
সন্দেহ। সন্দেহ করতে নাই এখন ভালো থেকেই যাওয়ার ইচ্ছায় আছি।
আলমগীর সরকার লিটন
সঠিক বলেছেন কবি মজিবর দা
অশেষ ধন্যবাদ জানাই
বোরহানুল ইসলাম লিটন
ভাবনার বিষয় কবি দা।
আসলে দোষ কার!
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
অশেষ ধন্যবাদ জানাই কবি দা
হালিমা আক্তার
খুব সুন্দর বলেছেন, মাটির পাপে জায়নামাজ অপবিত্র হচ্ছে।সে মাটি যদি মানুষ হয়, যথার্থ।
চুরাবালি– না (চোরাবালি)।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
কাব্য পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা ভাই।।।
আলমগীর সরকার লিটন
জি রুকু আপু অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——