আমার এই অন্তর্গূঢ়ে বিপুল আবেগ প্রকাশের সামর্থ্য আছে, নাকি নেই!

সঙ্কীর্ণ পরিসরেই তার প্রকাশ পেয়ে থেমে গেছে, নাকি থেমে যেতে হয়!
আত্মসঙ্কোচ নাকি আত্মবিলুপ্তি ঘটেছে
সে কথা এখনও স্পষ্ট হয়নি,,
নির্ধারিত এক চিলতে আকাশের বাইরে
দৃষ্টিকে প্রসারিত করে
বিপুলতর সন্ধানে প্রবেশ করতেই নেই যেনো, নাকি আছে!
দোদুল্যমান জীবনে
আশা আকাঙ্খারা রুদ্ধ, বন্দী, কয়েদি।
অন্ধকারে হাতড়ে বেড়াই সুদূরে থাকা দুর্জ্ঞেয় জ্যোতির্লোকের আলোর মায়া।
খোলস পরা ছদ্ম আবরণ হতে
মুক্তির অনির্বাণ আকুতি জ্বলে
যান্ত্রিক আধারেরই অণুতে-অণুতে।

,,রিতু জাহান,, রংপুর।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ