অনেক ধন্যবাদ। আসলে কবিতা মানে করা খুব কঠিন বিষয়। কবিতা আসে অবচেতন থেকে। এটা অনেকটা নিজের মনকে নিজে ব্যাখ্যা করার অপচেষ্টা হবে। আমার কবিতায় সম্ভবত অস্তিত্বসংকট খুব বেশি আসে।
শব্দ শব্দ আহা শব্দ! পরাবস্তবতার নিরিখে রাখা শব্দের জাদুকরি লেখনী। দুর্দান্ত। সব আহুন নেভেনা প্রেমের প্রতিদানে।
স্পানিয়ার্ড চাঁদ ওয়াইনের বোতলে বন্দী! ওয়াও…..👏👏👏
দেয়ালে শত শত বছরের ঘটনা, কান্না, মানুষের আর্ত্ননাদ চাপা পড়ে থাকে। সবাই নিজের সত্যিটা লুকিয়ে রাখে, নিজেকে বন্দী করে ফেলেছে পাপের সাম্রাজ্যে। চমৎকার শব্দের মায়াজালে জড়ানো কবিতাটি। খুব ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
দশদিক থেকে গুণে গুণে দশটি ধাবমান অন্ধকার,
আসক্ত নারীর মতো পেঁচিয়ে রাখে পুরোটা শরীর,
লতায় আঙ্গুরের মতো ঝুলে থাকা বিষ,
ধীরে ধীরে ঢলে পড়ে চামড়ার মৃত কোষে,
তীব্র যন্ত্রণার চিৎকার ঢেলে দেই পৃথিবীর কানে।******
জরাগ্রস্ত পৃথিবী মুক্তি লাভের পথ নেই।।। তারপরও আকুতি চালানো ছাড়া আর কিছু নেই॥।।
শুভ কামনা॥
২১টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
“প্রেম দিলে বদলেছে কবে আগুনের প্রকৃতি?
রাণীর খোঁপায় ভালোবাসা ফুল নয়,
স্রেফ বিষধর কাঁটা হয়ে জনান্তিকে শোকগাঁথা
গায়,”
উলু বনে মুক্তোো ছড়িয়ে লাভ নেই।
মুখের চেয়ে মুখোশে ঢাকা আজকের সভ্যতা।
প্রাসঙ্গিক লেখা।
খুব ভালো লাগলো।
দ্বিতীয় লেখাটি ভালো ধরতে পারিনি।
বুঝিয়ে দেওয়ার অনুরোধ রইলো কবির কাছে।
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ। আসলে কবিতা মানে করা খুব কঠিন বিষয়। কবিতা আসে অবচেতন থেকে। এটা অনেকটা নিজের মনকে নিজে ব্যাখ্যা করার অপচেষ্টা হবে। আমার কবিতায় সম্ভবত অস্তিত্বসংকট খুব বেশি আসে।
বন্যা লিপি
শব্দ শব্দ আহা শব্দ! পরাবস্তবতার নিরিখে রাখা শব্দের জাদুকরি লেখনী। দুর্দান্ত। সব আহুন নেভেনা প্রেমের প্রতিদানে।
স্পানিয়ার্ড চাঁদ ওয়াইনের বোতলে বন্দী! ওয়াও…..👏👏👏
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ।। শুভকামনা জানবেন।
ফয়জুল মহী
সমৃদ্ধ চিন্তার মনোরম লেখা । মুগ্ধ হলাম লেখায়
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
দেয়ালে শত শত বছরের ঘটনা, কান্না, মানুষের আর্ত্ননাদ চাপা পড়ে থাকে। সবাই নিজের সত্যিটা লুকিয়ে রাখে, নিজেকে বন্দী করে ফেলেছে পাপের সাম্রাজ্যে। চমৎকার শব্দের মায়াজালে জড়ানো কবিতাটি। খুব ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সৌবর্ণ বাঁধন
দিদি অনেক ধন্যবাদ সবস্ময় উৎসাহ দেয়ার জন্য।
রোকসানা খন্দকার রুকু
দশদিক থেকে গুণে গুণে দশটি ধাবমান অন্ধকার,
আসক্ত নারীর মতো পেঁচিয়ে রাখে পুরোটা শরীর,
লতায় আঙ্গুরের মতো ঝুলে থাকা বিষ,
ধীরে ধীরে ঢলে পড়ে চামড়ার মৃত কোষে,
তীব্র যন্ত্রণার চিৎকার ঢেলে দেই পৃথিবীর কানে।******
জরাগ্রস্ত পৃথিবী মুক্তি লাভের পথ নেই।।। তারপরও আকুতি চালানো ছাড়া আর কিছু নেই॥।।
শুভ কামনা॥
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ আপনাকে।
শামীম চৌধুরী
মনোমুগ্ধকর।
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
আমিতো ঘুড়ি হতে গিয়ে ভুলেছি আকাশের ঠিকানা,
তবুও প্রাণপণে দেয়াল সরাই, 👏👏👏
চমৎকার শব্দের গাঁথুনিতে দুর্দান্ত উপস্থাপন।
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ।
আরজু মুক্তা
সাম্রাজ্য অতল গহীনে চাপা পরে আছে কতো কাহিনী। প্রতিটা ইট তার সাক্ষী। আঙ্গুরলতা সমাজে অছুত হলেও, তাকেও কাজে লাগায় রাতের লাল, নীল বাতি। প্রেয়সী জন্য তবুও নীল আকাশে ঘুড়ি উড়াতে উড়াতে ভুলে যাই, অব্যক্ত কথা বলতে। তবুও অপেক্ষা।
সৌবর্ণ বাঁধন
আপনার মন্তব্যটিও অসাধারণ কবিতা হয়ে গিয়েছে। আপনার জন্য শুভকামনা।
আরজু মুক্তা
ধন্যবাদ, দাদা
কমলিনী
আপনার এ কবিতা ইতিহাস হবে! শক্তিশালী স্পর্ধিত এই উচ্চারণ অতিক্রম করবে কাল… শুভেচ্ছা নিরন্তর…
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
মৃন্ময়ী অরূণা দূরের গলিতে,
আমিতো ঘুড়ি হতে গিয়ে ভুলেছি আকাশের ঠিকানা,———-চমৎকার কবি দা
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ কবি।