দেয়াল-কাব্য

সাবিনা ইয়াসমিন ১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ১০:১৮:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

দেয়ালের আড়ালে ঢেকে আছে কবিতা,
দেখো, ইটের ভাঁজে লুকিয়েছে শব্দের গাঁথুনি,
হাজার-অজুত ছন্দের ভিড়ে
ভুলে যাবে না-বলা অজুহাতের পঙক্তি।

দেয়ালের বুকে কান পাতো,
নিরবতার মাঝে বেজে উঠবে প্রাচীন-চিৎকার,
দেয়ালের ক্ষত জানে
কী করে আগলে রেখেছে আছড়ে পড়া বিক্ষুব্ধ ঝড়-ধুলি,

দেয়ালটা আলতো হাতে স্পর্শ করো,
এখানে নেই তো কোনো বাঁধা- ব্যাথার সীমান্ত,
এপারে বন্ধন,
ওপারে অজানা স্বাধীনতা..

দেয়ালটা এখানেই থাক,
আকাশ ছোঁয়ার বাহানায় আঁকড়ে থাকুক
মাটির মায়ায়।

দেয়াল ছুঁয়ে এসে স্পর্শ করো আমায়,
মাটি-রক্তে গড়া এই দেয়ালের এপারে বন্ধন
ওপারে অবাধ স্বাধীনতা....

★ অ-কবিতা
★ছবি- আমার 🙂

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ