ভেতরে যাইনি দেয়ালে দোয়েলের ডাক শুনে,
যাবও না, ঐ ডাক গুনে গুনে।
স্তম্ভিত দেয়ালে দোয়েলের বিলাপে
শেষ বিকেলের সোনালী কিরণ রেখা গেছে মুছে
আঁধার এসেছে নেমে বিলাপ পাখার যাদুতে;
আকীর্ণ অসোয়াস্তির অন্ধকারের দেয়ালের ওপাশে
যাইনি, যাবও না,
Thumbnails managed by ThumbPress
৩৩টি মন্তব্য
অনিকেত নন্দিনী
কবিসাব কী যে কঠিন কঠিন সব ল্যাহা দেয় আইজকাইল, কিচ্ছু বুঝিনা। বেবাক্কিছু মাথার উপ্রে দিয়া যায়। ^:^ ^:^ ^:^
দেয়ালে দোয়েলের ডাক শুইনা কেউ ভিতরে যাইবো ক্যান? তাইলে কি দেয়ালে দোয়েল বলতে কবিসাব কলিং বেলের শব্দ বোঝাইতে চাইলেন? ব্যাপারটা কি এমন নাকি যে উনি কোথাও অপেক্ষাতে ছিলেন আর ভিতর থাইকা কেউ বেল টিপ্যা ডাইক্যা পাঠাইতেছিলো তাও তিনি যান নাই? ;?
ছাইরাছ হেলাল
আপনার কাছে কঠিন বলে কিছু নেই,
ডাকাডাকি করে কিন্তু যাওনের উপায় বা সাহস নেই, অনেকটা এমন ভাবনা।
অনিকেত নন্দিনী
যাওয়ার উপায় নাই কেন? উপায় তৈরি কইরা লন। সাহস বাড়ানির লাইগ্যা নিয়মিত ধ্যান কইরা দেখতে পারেন। আইজকাইল সাহস বাড়ানির লাইগ্যা খুব সম্ভবত ওষুধপাতি পাওয়া যায়। হেইয়াও খাইয়া দেখতে পারেন। 😀
ছাইরাছ হেলাল
ওহ! আপনি অভিজ্ঞ ও ডাক্তার তা আগে বললে কত্ত আগেই সব
ফালাফালা হই যাইত!
নাসির সারওয়ার
দেয়ালের দেয়াল। তা ভাংঘুক না।
না যেতে চাইলেই কি থাকা যায়!
বেশী বোঝা ভালো না।
ছাইরাছ হেলাল
ভাংচুর করা এত্ত সহজ না,
আর যেতে চাইলেই সব সময় যাওয়া হয় না, যাওয়া যায় না।
বেশি বোঝা ঠিকও না।
মুহাম্মদ আরিফ হোসেইন
সাহস করে চলে যান…….
ছাইরাছ হেলাল
আপনার কাছ থেকে একটু সাহস ধার নিতে হবে,
তাছাড়া আর উপায় পাচ্ছি না,
নীলাঞ্জনা নীলা
না যাওয়াই ভালো।
গেলে কি থেকে কি হয়! না না কুবিরাজ ভাই আপনার কথা বলছি না। মানে ওই যে দেয়ালে দোয়েলের কথা বলছি। 😀
ভালো থাকুন। শুভ মহালয়ার শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
আচ্ছা, আপনার কথায় মানতে বলে দিচ্ছি,
যাওয়া ঠিক হবে না! কী যেন কী হয় বা না হয়!
ভাল থাকবেন,
নীলাঞ্জনা নীলা
আচ্ছা দেয়ালের দোয়েল তো দেয়াল ভেঙ্গে ফেলে অন্যপাশে চলে এসেছে, দেখেছেন?
কতোতম দেয়ালে যে এলো দোয়েলটা, হিসেব তো দোয়েলই বলতে পারবে। 😀
ছাইরাছ হেলাল
আমি আর পোড়া চৌক্ষে কীইবা দেখতে পেলাম!
দেখা-দেখি তো দেখছি আপনি ই সব দেখে ফেললেন!
দোয়েলের কাছ থেকে ভাঙ্গা-ভাঙ্গির হিসাবটি নিয়ে আমাদের ও জানিয়ে দিয়েন।
নীলাঞ্জনা নীলা
আরে না আমিও ভালো ভাবে দেখিনা। এক্সিডেন্টের পর স্পেশালিষ্ট ডাক্তারের এপয়েন্টমেন্ট পাইলাম অক্টোবরের ৪ তারিখ মানে আগামীকাল। তাহলেই বোঝেন চোখের কি অবস্থা! 🙁
ছাইরাছ হেলাল
ব্যাপার না, সবই ঠিকঠাক হয়ে যাবে,
নীলাঞ্জনা নীলা
আরে না! ডাক্তার ফেল। এবার আরেক স্পেশ্যালিষ্টের কাছে পাঠাবে। অসহ্য! ^:^
মিষ্টি জিন
খুব ভাল করেছেন না যেয়ে … 😀
এমন কথা আছে নাকি যে ডাকলেই যেতে হবে?
দেয়াল টপকিয়ে শক্তি অপচয় করার দরকার কি? :D)
ছাইরাছ হেলাল
টপকা-টপকি করা ঠিক না, দেয়াল বলে কথা!
তবে হ্যা, সবসময় ডাকলেই যেতে নেই,
লেখা-লুখা দিচ্ছেন না কিন্তু।
মিষ্টি জিন
ধূর ,,, লেখা লুখা আমাকে দিয়ে হবে না।
ছাইরাছ হেলাল
ধ্যাত, এইটা কুনু কথা হলো!
কাজ সেরে ফেলুন দ্রুত,
ইঞ্জা
আমি কিছু কমুনা শুধু প্রিয়তে নিলাম। 😀
দেয়াল টপকা টপকিতে না থাকায় ভালো, কি ভালোনা? :p
ছাইরাছ হেলাল
আচ্ছা, আপনি যখন বললেন তখন না হয় টপকা-টপকি তুলে রাখলাম,
তয় টপকনোর মজাই আলাদা!!
প্রিয়র জন্য ধন্যবাদ।
ইঞ্জা
-{@
ছাইরাছ হেলাল
ধন্যবাদ,
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
যেখানে জানা থাকে ঐখানে বিপদ সেখানে না যাওয়াই বিপদ।শুভ কামনা। -{@
ছাইরাছ হেলাল
আচ্ছা, গেলাম না, বিপদ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ,
প্রহেলিকা
ছোট লেখা এতো সুন্দর হওয়া ঠিক না, শিরোনামটাইতো মাথা ঠুকেছে। আহা কই যে পান। সেই কবে থেকে ভবাছিলাম দেয়ালকে চিঠি দিব একখান কিন্তু বাধ সেজে বসলেন আপনি। পাছে না আবার মুচকি মুচকি হাসেন সেই ভয়ে আছি।
ছাইরাছ হেলাল
আপনাকে নিয়ে দেখছি এবার হাসাহাসিতে নামতেই হবে!
কই পাই মানে!! সবই টুকে নেয়া! তাই এসব দিকে চোখ না পাতাই ভাল।
প্রহেলিকা
শুনেছি আজকে নাকি কবির জন্মদিন। জন্মদিনের অফুরান শুভেচ্ছা।
শুভেচ্ছার বিপরীতে খালি মুখে যাওয়ার মতো ভালো মানুষ হবার চেষ্টা করেও পারিনি।
ছাইরাছ হেলাল
শোনা কথা নিয়ে সোনামুখ করতে নেই।
সবই ধুনফুন, চোখ-কান না দেয়াই উত্তম!
মুখা-মুখি কোন ব্যাপার না, তবে আমাদের মুখ ছিল, আছেও, থাকবে তা বলছি না।
শুন্য শুন্যালয়
দোয়েলের বিলাপ শুনেও নট নড়নচড়ন!! আজ পর্যন্ত কোন কবি পারেনি, আপনি কোন ছাড়। শেষ বিকেলের সোনালী কিরণ মুছিয়ে দিয়ে আঁধার ঠিক নামিয়ে দিয়েছেন। ওপারের আঁধারে নাইবা গেলেন, এপাড়ের মনের আঁধারে ডুবুন তবে।
এতো ছোট লেখা এতো সুন্দর করে ক্যাম্নে লেখে মানুষ? নিয়া নিছি কিন্তু।
ছাইরাছ হেলাল
আমিও ভাবতেই আছি এমন আব-জাব লেখার প্রশংসা কেমনে অকৃপণের মত করে!
শুধু তাই ই নয়, আবার নেয় ও।
হে পরম পিতা দড়ি ফালায় বাইয়া উডি!
বাহ, ডুইব্বা মড়ি আরকি!
শুন্য শুন্যালয়
আগে ঠিক করুন কী করবেন, বাইয়া উঠবেন নাকি ডুইব্বা মরবেন।
লেখা কিন্তু নেয়ার মতই, তবে আপনার ল্যাহা নেয়ার বিপদও কম না, হেইডা আমি ভালো কইরাই জানি। 🙂
ছাইরাছ হেলাল
আম্নেই ঠিক করে দিন!
বামু না ডুবমু!
লেখা নেওয়া তো ভুইল্লাই গেছেন! চালু রাখাই উত্তম,