দেয়াল ঝুলে আছে দেয়ালের গায়ে, লেপ্টে লেপ্টে,
দেয়ালে ঝুলে আছে ফেলে আসা জীবনের করুন মানচিত্র;
দেয়ালে ঝুলে আছে নিরুপায় ঝড়-পালানো মানুষের প্রতিচ্ছবি
সামান্য একটু আশ্রয়-প্রত্যাশা।

ক্রুর দেয়াল আড়ালে হাসে, অপেক্ষার জাল ফেলে,
বিষদাঁত লুকিয়ে, এবারে সে নেবে তীব্র প্রতিশোধ
আগুনের লেলিহান শিখা জ্বেলে, এক নিমিষে; নিয়েছে;
মুহূর্তে কেড়েছে অসহায় প্রাণ, প্রাণের আকুতি ঠেলে ফেলে;

কিন্তু দেয়াল জানেনা, দেয়ালের পরে-ও দেয়াল থাকে,
অ-টপকানোর পিচ্ছিল প্রাচীর নিয়ে!
আশাহত দেয়াল গালে-হাতে কাঁদতে বসে
এবারেও টেঁসে গেল না!

পাথরে বেধেছে যে প্রাণ, হারাবে-না সে কিছুতেই।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ