দেয়ালিকা ভোর।

বনলতা সেন ১৬ জানুয়ারি ২০১৫, শুক্রবার, ০৩:৩৭:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৮ মন্তব্য

বিচ্ছেদের ভারী ব্যথা নীরবে স’য়ে জেগে থাকা ঘুম চোখে স্বপ্নে দেখি ভোরকে,অপেক্ষায় থাকি।হৃদনিথরে মনের কথা মনকে বলি,
মনই শোনে আয়না চোখে। মুখপুড়ি সেই যে গেল ফেরার নামটি নেয় না। এলোচুলে ব্যথা-যন্ত্রণায় ছিঁড়েছি চুল বেহাল সাজে,
মুখে মেখেছি ধূলিকাদা।তবুও দেয়নি উঁকি এ মরা চোখে।পুরু নিস্তব্ধতায় চুপিসারে দূরে পালিয়ে ভেবেছ কী ভুলে গেছি?
ভুলিনি,অগনিত গভীর আলোর ঝংকারে।

ভোর, এবারে বেড়িয়ে এসো,পিঠে-পুলির দেশ থেকে,তক্ষক অপেক্ষায় তোমার স্বজন,আমার কুজন।
পাষাণী হয়ো না,বাঁধবে না সে লোহার শিকলে,বেঁধেছে যে বুকের পাঁজরে,জেগে ওঠা পাখির কূজনে,
ব্যাকুল কুমারী ভালোবাসার আনন্দ উৎসবে।

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ