দেহ আত্মার সংমিশ্রণ

মুহম্মদ মাসুদ ৩ জানুয়ারি ২০২০, শুক্রবার, ১০:০৩:২৩পূর্বাহ্ন অণুগল্প ২৫ মন্তব্য

রিংটোন বেজে উঠলো। বলল, '...আর নেই'।
হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাড়ির উঠানে পৌঁছাতেই বেহুঁশ (অজ্ঞান) হয়ে মাটিতে লুটে পরলাম।
চোখের পর্দা খুলে দেখি পৃথিবীটা ঘোলাটে বিবর্ণ রঙমহলে আলোকোজ্জ্বল। ধীরে ধীরে সন্ধ্যা বেয়ে বেয়ে রাতের  আহাজারি পায়চারি বাড়ছে।
কে যেন চোখেমুখে পানি ছিটিয়ে দিতেই হুঁশ বেহুঁশের তালা খুলে পৃথিবী রঙ্গমঞ্চের নিদ্রা কাটতেই দেখি - 'দুটো লাশের খাটিয়া '।
বাবা বরাবরই মাকে বলতো, 'আমি চলে গেলে তুমি থেকো না। তোমার নিশ্বাস, তোমার কলিজার টুকরোরা তোমার দেখবাল করবে না। '
সত্যিই তো! 'এ ঋণ শোধরাব কিভাবে? কোন ক্ষণকালে?'

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ