
সত্যই রাতের গায়ে এক ভয়!
নরম বিছানায় ঘুমাতে হয়;
বিস্মৃতি স্মৃতিচারণ চাঁদের সাথে কথা কয়!
দীর্ঘশ্বাসে একটা আতঙ্ক;
সব ভাবনাকে অম্লান করে যায়,
অথচ রাতকে উপভোগ করি অনেক কিছু
লাল পানি- উষ্ণ শীতল বুক-
তবুও ভয়ে জাগ্রত হয় না আপন সত্তা;
কেনো করবে চোখে যে রঙিন নেশা
উম্মাদ পাগল নয় বরং আঁধারের কাছে
বিলিন হওয়া ভয়ের কিছু না,
মৃত্যুর আলিঙ্গন করাই হলো দেহের রাত।
১২ পৌষ ১৪২৮, ২৭ ডিসেম্বর ২১
১০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
মৃত্যুর আলিঙ্গন করাই দেহের রাত– মৃত্যু নিশ্চিত জেনেও আমরা অশালীন, বেকাজ, বেপর্দা, বেওয়ারিশ চলি যা অনিশ্চিতের পথে হাটার নামান্তএ।
আলমগীর সরকার লিটন
জি কবি মবিজর দা
খুব সুন্দর বলার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ বাউল কবি।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভবের ব্যক্ততা কবি দা।
বেশ মননশীল সৃজন। শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
খুব সুন্দর লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
মনির হোসেন মমি
দেহ হতে আত্মা চলে গেলে দেহ হয় অসার অন্ধকার বিদখুটে রাত। গভীর ভাবনা।শুভ কামনা কবি।
আলমগীর সরকার লিটন
জি কবি মমি দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন—-
মনিরুজ্জামান অনিক
আহা!
কি চমৎকার বর্ণিলেন।
শুভ কামনা রইলো কবি।
আলমগীর সরকার লিটন
জি কবি অনিক দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন–
হালিমা আক্তার
মৃত হবে সবাই জানি, কিন্তু মৃত্যুকে ভয় কজনা করি। মৃত্যুকে ভয় করলে দুনিয়া থেকে খারাপ কাজ করে সব উঠে যেত