দেশের হালচাল

আহমেদ ফাহাদ রাকা ৫ অক্টোবর ২০১৯, শনিবার, ০৫:০৮:৩৮অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

দেশের মানুষ যখন বসে থাকে নির্বাচনের আশায়
তখন সবার কান্ড দেখে আমাকে তারা হাসায়,
কেউবা থাকে ভোটের আশায়
কেউবা থাকে নোটের আশায়
কেউবা থাকে জোটের আশায়
কেউবা থাকে পরাজয়ের চোটের আশায়,
কেউবা আবার জয়ের আশায়
কেউবা থাকে শেষ রাতের টাকা ভর্তি ব্যাগের আশায়।

সবাই আশায় আশায় বাঁধে বাসা,
রাত পোহালেই সব দেখে তামা কাঁসা

দেখে যে সবকিছুই তো সাবেক

তাইলে কেনো কন্ট্রোল করলাম না আবেগ;

এসব দেখে মনে মনে সবাই বলে ছি ছি,
এদিকে কি কান্ডটাই না করলো জামালপুরের ডিসি।

কতো দামি পর্দাই না দেখলাম দেখলাম কতো বালিশ,
এসব কথা কাকে বলি আর কার কাছেই বা করবো নালিশ?

সবকিছু মিলে ইংরেজিতে বলতে মনে চায় কি হচ্ছে এসব OH NO
শুরু হলো টাকা জব্দ রেইড হলো ক্যাসিনো।

এসব দেখে মনে হচ্ছে ও মানুষ,তোমার দুটো চোখ, দুটো কান কিন্তু একটা মুখ তো কথা বলবে কম,
যে পরিমাণ ভেজাল খাচ্ছি আয়ু তো এমনিতেই কম,
কবে যেনো চলে যায় দম।

অনেক কিছু আরো বলার আছে কিন্তু আপাতত বিদায় জানাই,
যে অবস্থা,কারো পুড়ছে কপাল আর কারো বাজছে সানাই।

 

 

 

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ