দেশের জন্য

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৩ অক্টোবর ২০২১, বুধবার, ০৭:১৭:৩৩পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
  • আসুক যতোই ঘাত প্রতিঘাত
    আসুক যতোই ঝড়
    দেশের জন্য লড়বো মোরা
    করবো নাকো ডর।
  • আপন দেশে পরের শাসন
    মানবো না'রে ভাই
    আপন দেশে আপন শাসন
    করতে মোরা চাই।
  • আপন দেশে পরের বিধান
    মানতে কষ্ট হয়
    পর তাড়াতে লড়তে হবে
    যোগ্য নেতা কয়।
  • দেশকে মুক্ত করতে হবে
    দেশই হলো মা
    তার গর্ভে যে জন্ম মোদের
    মোরা যে তার ছা।
  • মনে আছে ভাই যাদের ডর
    থাকবে দাস তাই
    ঐক্য গড়ো বাঙালি সব
    অন্য উপায় নাই।


  • রচনাকালঃ
    ০৫/০৭/২০২১
    ৪+৪/৪+১
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ