দেশীয় চুমুখাত

নাজমুল হুদা ২৩ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ১০:০৪:০৫পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

ঝুড়িতে হাত আমিও রেখেছিলাম;

বিশ্বাস ছিলো
জামদানি শাড়ির মতো বড় হবো
নির্দ্বিধায় বৈধ পথে এগিয়ে
চোরাপথে আমিও দেখতে পারতাম
দেখিনি; দখলকৃত হাওয়ায় ফিরে গেছি

বিলবোর্ডে সাঁটানো আলপথে
কেন্দ্রশাসিত প্রেমিকাপন্থির জয়োল্লাস
ফিরতে ফিরতে ক্ষোভে নেতিয়ে গেলে
এক শ্রেণির পোশাকীয় স্কেলে---তাঁর
যে পুরুষ কাঁপিয়েছে কাঁপন ধরা ঠোঁটে
বিবেক থেকেই আমি জানতে চেয়েছি
বলতে পারেন-
আমার চুমুতন্ত্রের হন্তারক কে?‌ কারা?

সেদিন থেকেই-
দেশীয় চুমুর ক্ষত নিয়ে চুমুখাত ভেঙে গেছে।

ছবিটি গুগল থেকে নেওয়া]

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ