দেশকে জানুন – খুলনা বিভাগ

যাযাবর ১১ ডিসেম্বর ২০১২, মঙ্গলবার, ১১:৪৯:৪২অপরাহ্ন এদেশ ১২ মন্তব্য

সুজলা সুফলা আমাদের এই সোনার বাংলাদেশ ।  আসুন আমরা আমাদের এই দেশটিকে জানি ।

সরকার জাতীয় ওয়েব পোর্টাল এর মাধ্যমে ৬৪ টি জেলার তথ্য ভান্ডার তৈরী করেছেন। প্রতিটি জেলার আলাদা আলাদা তথ্য ভান্ডারে রয়েছে  জেলার পটভূমি , ভৌগলিক অবস্থান , মুক্তিযুদ্ধ , যোগাযোগ , উপজেলা ,  পর্যটন , হোটেলের তালিকা , ইত্যাদি সব ধরনের তথ্য ।

এখানে আছে খুলনা  বিভাগ এর জেলা সমূহের ওয়েব এর এড্রেস । যে জেলা সম্পর্কে জানতে চান , তার উপর ক্লিক করুন।

১। বাগেরহাট জেলা

২। চুয়াডাঙ্গা জেলা

৩। যশোর জেলা

৪। ঝিনাইদহ জেলা

৫। খুলনা জেলা

৬। কুস্টিয়া জেলা

৭। মাগুরা জেলা

৮। মেহেরপুর জেলা

৯। নড়াইল জেলা

১০। সাতক্ষীরা জেলা

দেশকে জানুন , দেশকে চিনুন , দেশকে ভালবাসুন ।

দেশকে জানুন – ঢাকা বিভাগ

দেশকে জানুন - রাজশাহী বিভাগ

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress