দেখা হবে

ফাহাদ মিয়া ১৯ মে ২০২১, বুধবার, ১০:০৫:২৬অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

জানি দেখা হবে!

মরণের এপারে কিংবা মরণের ওপারে,

শুধু জানি দেখা হবেই।

 

দেখা হবে একদিন ঘৃণিত নয়নে,

নয়তো কামনার দৃষ্টিতে দেখা হবেই।

 

দূর থেকে দাঁড়িয়ে,

চোখে চোখে কথা হবে,

অথবা পাশ কাটিয়ে চলে যাওয়াও হবে।

 

অসুস্থ শহরে,ব্যস্ত প্রহরে,

হয়তো দেখা হবে।

 

অজস্র দিন, অগণিত নির্ঘুম রাত,

অন্তত মহাকাল অপেক্ষা নিমিষেই দূর হবে,

জানি;আমি জানি একদিন দেখা হবে।

 

সুস্থ নগরীর, অসুস্থ মন,

ফিরে পাবে একদিন নাড়ি ছেঁড়া ধন!

 

যত ছিল অবহেলা,

ভালোবাসা হেলা ফেলা,

সবকিছু ভুলে গিয়ে একদিন দেখা হবে।

 

জানি দেখা হবে।

 

হাজারও অভিমানে, শত অভিযোগে দেখা হবে অভিলাষী,

তীব্র আলিঙ্গনে বলাও হবে ভালোবাসি।

 

শুধু জেনে রাখো,দেখা হবে।

 

বিরহের যন্ত্রণা, শোকাহত মন আজ পাথর সম,

তবুও মনে রেখো, একদিন ঠিকই দেখা হবে প্রিয়তম!

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ