দৃশ্যমান বাংলাদেশ

মোঃ মজিবর রহমান ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার, ০৫:৫০:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

দৃশ্যমান বাংলাদেশ

নাম বাংলাদেশ
লক্ষ লক্ষ মুক্তিকামী মুক্তিযোদ্ধ্বার বাংলাদেশ
হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালীর বাংলাদেশ
হাজার হাজার মা-বোনের সম্ভ্রম হারানো বাংলাদেশ।

কত আত্ন চিৎকারে জেগে বাংলাদেশ
ঘাত-প্রতিঘাত-এ জন্মেছে এইস্বদেশ
সন্তানহারা জননীর উৎসর্গে জন্মদেশ
জীবন বলিদানে উর্বর বাংলাদেশ।

ক্ষত বিক্ষত রক্ত আজও ঝরে এইদেশে
শত শত বিচারহীন ডুকরে উঠে এইখানে
প্রসব বেদনার কতজ্বালা ঘুমিয়ে এইদেশে
মৃতিকা কাদলেও কাদেনা শাসক এইদেশে।

শহীদের শ্রদ্বায় কাঁদে মন
আনন্দ কোথায় পাও?
যার ভাই হারিয়েছে
তার বোন বুঝে কি তার ব্যাথা।

দৃশ্যমান বাংলাদেশ অবাক বিশ্ব
৯মাস ১৫ দিন রক্তাক্ত বাংলার জন্ম
হাজারো সমস্যা প্রতিকুল ডিঙ্গিয়ে
উত্থান দৃশ্যমান বাংলাদেশ।

তবুও সেজেছে গৌরবের দেশ
রাস্তা, ব্রিজ, বিদ্যুৎ প্রযুক্তি ঘরে ঘরে বেশ
হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী সন্তানের দেশ।
তারই সুযোগ্য সন্তান স্বপ্নে দাঁড়ানো দেশ।

৩২৮জন ২০৮জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ