দূর আকাশে স্বপ্ন

সিকদার সাদ রহমান ৩ আগস্ট ২০২০, সোমবার, ১১:৪০:৫১অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

 

 

বিষন্ন আকাশে  ঘোর অন্ধকার লাগা মেঘ,

দূর থেকে হাত বাড়িয়ে পূর্নিমা পেতে চাই

লক্ষ তারার ভীড়,

আমি আমার তারাটি খুঁজি।

খোলা মাঠে শুয়ে,

আকাশে সব কাছের মানুষ গুলো দেখি।

দূ.......র থেকে দূরে!

 

চোখ বন্ধ করে নেই সামান্য অবকাশ,

আমার আমি বলে কিছু নেই!

সিগারেটের সুখ টানে ধোঁয়ায় উড়তে দেখি স্বপ্ন,

কুয়াশার মতো ভেসে বেড়ায় চোখের সামনে।

 

নিজের কোন ঘর নেই।

সুখ পাওয়া বা দুঃখ লুকাবার কোন যায়গা নেই!

সাদা মেঘে ঘর খুঁজি

রাত হতেই তা কালো হয়ে যায়।

ঘোর আমাবস্যায় নিকষকালো লাগে সব

আরেকটু অপেক্ষায় কাটে সময়

আমাদের আবার দেখা হবে, প্রিয়জন!

আমিও একটি তারা হবো।

সামনের আমাবস্যা কিংবা পূর্নিমায়।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ