দূরারোগ্য ব্যাধি

সুপর্ণা ফাল্গুনী ২৩ আগস্ট ২০২২, মঙ্গলবার, ১০:৩৩:৪৭অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

তোমাকে ভুলতে গিয়ে ধূলো পড়া তানপুরাটা পড়ে আছে এককোণে,

বসন্তবৌরি শিরিষের ভেজা ডালে পালকের প্রাচীর ঘেঁষে শুয়ে আছে আনমনে।

ঠোঁটের গালিচায় বিবর্ণ পদ্মদ্বয়ের ছটফটানি,

তবুও তোমাকে ভোলা গেলো না, রুদ্ধ হলো না স্রোতস্বিনী স্মৃতিগুলো;

যা আজো বহমান হৃদয়ের বালুকাবেলায়।

পরদেশী মেঘগুলো আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছে চোখের রেটিনায়, অকস্মাৎ ঝরবে শ্রাবণের বারি হয়ে।

কামনার আগুনে পুড়ে যায় বিরহের পূঞ্জীভূত ছিন্নপত্র;

জীবনের বায়োস্কোপে রঙের মেলা বসে না আর।

বিসর্জনে দূর্গতনাশিনী অতল গহ্বরে তলিয়ে যায়,

তেমন করে তোমার-আমার সম্পর্কের তরণী হারিয়ে গেলো।

তোমাকে ভুলতে গিয়ে হয়েছি বিলীন-শূণ্যতার নীলিমায়;

পাহাড় আর নদী ভুলেছে কানাকানি আঁধার-আলোর প্রণয়ে।

ক্ষুধার্ত চন্দ্র গোগ্রাসে গিলছে ধূসর মেঘপুঞ্জ,

বইয়ের পাতাগুলো অলস পড়ে আছে স্পর্শবিহীন।

তোমার চোখের আবীরে ভালোবাসার অগ্নুৎপাত

ভুলতে দেয় না তোমাকে;

তাইতো তোমাকে হারিয়ে আজ আমি ভুগছি দূরারোগ্য ব্যাধিতে।

 

ছবি-নেট

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ