দূরান্তের নীলাকাশ

ছাইরাছ হেলাল ২২ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০৫:৪৭:০১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

 

স্তব্ধতার বাণ-ডাকা সময়ে এখন আর ভ্যাবাচেকা খাই না,
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে শিখে গেছি প্রায়!
সুখ-দুঃখের বিকার-কে না-বলে-বলে।

কারণে অকারণে তন্ময়তাটুকু কেটে গেলে
হা-পিত্যেস করি না, চিৎকার চেঁচামেচি-ও-না
ধস্ততায় আকুল হতে হতে ঘাড় বেঁকিয়ে ভাবি
স্মরণে থাকুক, স্মরণে রাখুন, হে বিধাতা;

ঐ দূর-দূরান্তের নীলাকাশ আমার হবে,
আমিও নীলাকাশের, ব্যাঘ্র অসন্তোষগুলো গুলে খেয়ে।

ছবি নেটের।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ