দূরত্বের গভীরত্ব

নাদিরা ইসলাম নাইস ১৬ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ০৮:৫২:৩০অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

কি ভাবছো কন্যা?
পুকুর পাড়ের এই বৃক্ষ ছায়া গল্প হয় কত আলোকচিত্রের!
অথবা,ক্যানভাসের আঁকা কাব্য হয়ে অমরত্ব পায় কত প্রদর্শনীতে।
কিংবা, প্রকৃতির বুকে উপন্যাসের মন্ত্রমুগ্ধ আঁচল হয়ে ওড়ে মন-গহীনে!
অথচ,কেউ কি জানে?
কি গভীর সম্পর্ক এই পুকুর জলের সাথে বৃক্ষ ছায়ার?
কি গভীর টানে তাদের হৃদয় স্পর্শহীন মিলিত হয় নীরবতায়।
মূলত,স্পর্শহীন নৈকট্যের আড়ালে দূরত্বই কিন্তু তাদের চিরন্তন বাস্তবতা।
তবুও তাদের হৃদয় মিলেমিশে একাকার হয় নিবিড় বন্ধনে

দূরত্বের আকাশসম উচ্চতা জেনেও কন্যা তুমি মৃত্তিকায় দাঁড়িয়ে প্রেমিকের হৃদয় ছুঁয়ে যাও  অহর্নিশ।
বাস্তবতাকে বারংবার ভাঙো তুমি ইস্টকখন্ডের মতো হাতুড়ির আঘাতে।
নির্মান করো ভালোবাসার প্রগাঢ় ভবন।
হৃদয়ের বৈশিষ্ট্য কেবলই প্রিয়জনকে চুম্বকের মতো আকৃষ্ট করা!
তবে, দূরত্বের সেতু না হয় উপরিভাগেই থাক কন্যা,
নিম্নভাগে তোমার অন্তরে যে নদীর স্রোতের মতোই প্রেমিকের ভালোবাসা বহমান -
তা না হয় গোপনই থাক কন্যা।
এ অনুভূতি একান্তই তোমার !
এই অনুভূতির গভীরত্ব ছুঁয়ে দেখার তৃপ্ততা যে মানব ডুবুরিকেও করে পরাজিত
পরাজিত করে এ অনুভূতির গভীরত্ব পাতালপুরীর বিস্তৃত রহস্যকেও ।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ