দুস্ট ছেলে

খাদিজাতুল কুবরা ১৪ জানুয়ারি ২০২২, শুক্রবার, ০৩:৪৪:৩৭অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

দুস্ট ছেলে তোর প্রেম ফুরিয়ে যাবে

দুপুর গড়িয়ে বিকেল এলে,

চামড়া কুঁচকানো প্রেতাত্মার ছায়া পড়বে যখন

বর্ষীয়সী গালের তিলে।

ভোলাসনে আর মায়ার ইন্দ্রজালে,

দুষ্ট ছেলে, মোহে ভুলে খেলার ছলে,

মাঘের শীতে অবেলায় গলাঅব্দি ভেজালে,

পড়তে হবে হুপিং কাশির কবলে।

তোর চাই পৌষালী খড়ের ওম,

অশীতিপরের মনে ও হিম।

দুষ্ট ছেলে তোর নাক টিপলে দুধ গলে,

প্রেমের কি বুঝিস? কতটা দহনে যাচ্ছি জ্বলে!

এদিকটায় বড্ড খোয়াসা তুই বরং নরম রোদে যা;

তোকে উজ্জীবনী শক্তি দিবে পথ দেখাবে।

দুস্ট ছেলে তোকে আমার মনে থাকবে!

ভাবালুতা ছেড়ে এবার পথে আয় নেমে,

মর্ত্যে নরক হাসে মাতাল প্রেমের আফিমে।

আমি স্বর্গলোভী, নিরাপদ দুরত্ব নিয়ে সদা ভাবি,

দুষ্ট ছেলে তুই সম্মুখে বাতাবীলেবুর গন্ধ পাবি ।

শাস্ত্রের শেকলে বাঁধলেই কি আমার হবি?

না রে এ জনমে আমি শুধু আমারই।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ