দুষ্প্রাপ্য চিঠি !

নিবিড় রৌদ্র ২৪ সেপ্টেম্বর ২০১৬, শনিবার, ০৬:৩৭:০১অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৫ মন্তব্য
বেলা শেষে সন্ধ্যা নামে
রাত্রি আসে ঘনায়ে
পাখির ঘুমে জোনাকআলো
কি গান যায় শুনায়ে?
সে কথাতো আর ভাবিনা
সেই রাত্রিও আসেনা
নীরবতার কাব্য কেন...
তবুও ভালবাসেনা?
আমায় কি তার আগের মত
আর লাগেনা ভাল?
চোখের নিচে জ্বলাপ্রদীপ
তাও মিলিয়ে গেল!
কেমন যেন বিষাদ রেখা
কেউ দিয়েছে টেনে
অদ্ভুতুরে নয়ন তলে
কি লেখা সে জানে?
জীবন মানে যাবৎজীবন
বন্দি নিজের কাছে
প্রাণ থাকতেও দেহত্যাগী
এমন কি কেউ আছে?
এই ভাবনার মানেও কি আজ
নিষিদ্ধতার দখলে?
দুষ্প্রাপ্য এসব চিঠির
প্রাপক হয়না সকলে।
অনেক বুকে ভুল জমেছে
অনেক মরে গেছে
নিজের গায়ের গন্ধ শুঁকেও
কিছু মানুষ বাঁচে!

দুষ্প্রাপ্য চিঠি
০৩.০১.১৬

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ