দুরন্ত স্বপ্ন

রকিব লিখন ২০ সেপ্টেম্বর ২০১৩, শুক্রবার, ১২:৩৭:১৮পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

দুরন্ত শৈশবে যখন দেখেছি ঝড়ের উদ্দাম নৃত্য
আমিও স্বপ্ন এঁকেছি একদিন হবো মাতন্ড
অবিনাশী সুরে বাঁজাবো প্রেমের অগ্নিবীণা
শতাব্দী ভেঙ্গে এগিয়ে যাবো শতাব্দীর পথে
অবারিত প্রেম যেখানে খেলবে গোল্লাছুট
কানামাছি-দাঁড়িয়াবাঁধা আমি করেছি অস্বীকার
জীবনের পথ হবে গতির সীমানা পেরিয়ে অসীম
অযুত-লক্ষ-নিযুত-কোটি স্বপ্ন যেখানে দুরত্ব অশ্ব
বিহঙ্গ কলকাকলি মুখরিত হবে জীবনের ক্যানভাস
এমন স্বপ্নে বেঁধেছি আমি আমার বক্ষ পিঞ্জর
হারানোর মাঝে প্রান্তি আমার হারানোর কিছু নাই ।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ