দুপুর ঘুমোয় (ম্যাগাজিন)

ছাইরাছ হেলাল ১৬ মার্চ ২০১৭, বৃহস্পতিবার, ০৩:১৯:২৬অপরাহ্ন রম্য ৪৬ মন্তব্য

দুপুর শুয়ে আছে উপুড় হয়ে ঘুমুবে বলে,
পিঠে নিয়ে রাশি রাশি তপ্ত-বোঝা।
অমোঘ নীরবতায় সূচি-সুন্দর বিষজর্জরতা
সাথে নিয়ে ভাবে, জন্ম দেবে জন্ম নেবে
চারপাশ-জুড়ে বয়ে যাওয়া কোন-এক স্বপ্ননদী;

নির্বোধ নির্বুদ্ধিতার মাকরজালফাঁদে ঝুলে থেকে
বৈশাখ ভাবে, এ কোন্‌ বৈশাখ এলো আচমকা
মেয়াদোত্তীর্ণ ম্লান ভালবাসা নিয়ে;
বিষণ্ণতা কাঁদে এবার সুর করে।

0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ