ঘুম ভাঙলো ; কান্না কান্না চোখের ঘুম ভাঙলো। যে ঘুমের রাত্রিযাপন শুধু হাহাকারের। শুধু বিষাক্ত বিষাদ বিবাদের। যার ঔষধ নেই। দাওয়াই নেই। আত্মতৃপ্তি নেই। শুধু স্মৃতিচিহ্ন আছে। প্রতিচ্ছবি আছে। কিছু মনভোলানো কথা আছে। হারিয়ে ফেলার আর্তনাদও আছে।
মনে পড়ে- সেই ছোট্ট কালে মায়ে রানতেছিল। আর আমি! আমি কুয়ার কাছে গিয়া খেলচিলাম। আর একটু, একটু হলেই কুয়ার মধ্যে গিয়া পড়ি। ঠিক তহনই মায়ে দৌড়ে আইয়া বুকে তুইল্লা লয়। চুমো খাই। বাজান কইয়া কইয়া কাঁদতে থাকে। মায়ের অশ্রু ফোঁটা গড়িয়ে আমার বুকে। আমি বলি- মা, ও মা আমি ভিজে গেলাম। মায়ে শাড়ির আঁচলে আমার গা মুছে দেয়। কিন্তু ওদিকে হেঁসেলের দুধ পুড়ে ঘ্রাণ ছড়িয়েছে। তবুও মায়ের কোন চিন্তা নেই। আর সেই মায়েরেই…। হুঁ হুঁ করে কেঁদে উঠলাম।
বউয়ে কি হয়েছে কি হয়েছে বলে চিৎকার করে উঠলো। আমি তখনও কাঁদছি। স্বভাবতই পুরুষেরা কাঁদতে পারে না। কিন্তু আমিতো সে রাতে পুরুষ ছিলাম না। সন্তান ছিলাম। আর সন্তানেরা হাউমাউ করে কাঁদতে জানে।
বউয়ে তখনও জিজ্ঞেস করলো- কি হয়েছে? কোন খারাপ স্বপ্ন দেখেছ?
না, খারাপ স্বপ্ন না। মায়রে স্বপ্ন দেখেছি। অনেক দিন পর কলিজা ভরে মায়রে দেখলাম। সেই পরিচিত গ্যাদা ডাক শুনলাম। পরিচিত দুধ পোড়া ঘ্রাণের গন্ধ শুঁকে বিমুগ্ধ হলাম।
মধ্যরাত। এখনো ফজরের আজান হয়নি। বউ বললো, চলো ওজু করে নামাজ পড়ি। মা-বাবার জন্য দুজনেই দোয়া করবো।
চমৎকার লিখেছেন। মায়ের জন্য সন্তানের ভালোবাসা এমনি হয়, সন্তানেরা ভুলে যায় মা-বাবার ভালোবাসা। তবুও যে ছেলের বৌ স্বামীকে নিয়ে নামাজ পড়লো, দোয়া চাইল বিষয়টি ভালো লাগলো। অনেক অনেক দিন পর আপনার সুন্দর একটি গল্প পড়লাম। আপনি অনিয়মিত হয়ে গেলেন কেন? ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা সতত
পৃথিবীর সব মা-বাবা সুখে থাকুন। আর পৃথিবীর সব সন্তানরা যেন মায়ের মর্যাদা ও হক্ব যথাযথভাবে আদায় করতে পারে সেই দু’য়া করি। আপনার মায়ের জন্য দু’য়া রইল। আমার জন্যও দু’য়া চাই ভাই।
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার লিখেছেন। মায়ের জন্য সন্তানের ভালোবাসা এমনি হয়, সন্তানেরা ভুলে যায় মা-বাবার ভালোবাসা। তবুও যে ছেলের বৌ স্বামীকে নিয়ে নামাজ পড়লো, দোয়া চাইল বিষয়টি ভালো লাগলো। অনেক অনেক দিন পর আপনার সুন্দর একটি গল্প পড়লাম। আপনি অনিয়মিত হয়ে গেলেন কেন? ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা সতত
মুহাম্মাদ মাসুদ
অনেকদিন পর গল্পটি গতকাল লিখেছি।
আসলে ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা রয়েছে। ইনশাআল্লাহ! অচিরেই নিয়মিত হওয়ার চেষ্টা করবো।
শুভেচ্ছা জানবেন। ভালো থাকুন।
ফয়জুল মহী
নান্দনিক লেখনী, খুব ভালো লাগলো, পাঠে অপার মুগ্ধতা
মুহাম্মাদ মাসুদ
ধন্যবাদ প্রিয় ফয়জুল মহী ভাই।
রেহানা বীথি
জাগতিক ব্যস্ততায় আমরা কত ব্যথাই ভুলে থাকি, সময়ে সেসব জেগে ওঠে।
ভালো লিখেছেন।
মুহাম্মাদ মাসুদ
আসলেই সত্য! মানুষ প্রতিনিয়ত ভুলে যায়।
রেজওয়ানা কবির
বাবা মা এমনি যে কিনা নিজেদের কথা চিন্তা না করে সন্তানদের কথা ভেবে যায়।সন্তানরাই সময়ের বেরাকলে আটকে ভুলে যায়।সকলের বাবা মা কে শ্রদ্ধা জানাই।
মুহাম্মাদ মাসুদ
শ্রদ্ধা রইলো!
মোঃ খুরশীদ আলম
পৃথিবীর সব মা-বাবা সুখে থাকুন। আর পৃথিবীর সব সন্তানরা যেন মায়ের মর্যাদা ও হক্ব যথাযথভাবে আদায় করতে পারে সেই দু’য়া করি। আপনার মায়ের জন্য দু’য়া রইল। আমার জন্যও দু’য়া চাই ভাই।
মুহাম্মাদ মাসুদ
দোয়া রইলো
আলমগীর সরকার লিটন
সুন্দর এক অনুভুতির ছুঁয়া ———-
মুহাম্মাদ মাসুদ
ভালোবাসা রইলো
আরজু মুক্তা
সকল মা ভালো থাকুন।
মুহাম্মাদ মাসুদ
ধন্যবাদ