দুটি কথাকাব্য….//

বন্যা লিপি ২২ আগস্ট ২০২০, শনিবার, ০২:০১:৩৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

আকাশটা আজ কার--

আমি অনন্তর দৃষ্টি বিছিয়ে রেখে যাবো তোমার কঠিন দেয়ালের পলেস্তারায়!নির্বাক ঠোঁটের ফোঁকর গলে যেদিন হাসতে চাইবে! সেদিনও সেখানে আমার রেখে যাওয়া কষ্টগুলো গিলতে দেখবো ;

বাতাসের গায়ে তুলো ভাসার মতো ভাসিয়ে দিও দেয়া কথাদের অঙ্গিকার ।এখন আমি বারান্দার রকিং চেয়ারের কোলে বসে আকাশ দেখি।

সঞ্চয়িতার পৃষ্ঠা ওল্টাই

আর লাবন্যের হাত ধরে ধরে হেঁটে চলি অজানা গহীন বন্দরের নোঙড় দেখতে। অমিতও চলে গেছে না বলে কিছুই।

তোমারও আর ফেরার খবর পাইনি কোনো।

শুন্য করে রেখেছি আঁচলে ঢাকা কোল: একদিন আকাশ দেখবে বলে স্বপ্ন দেখার কথা শুনিয়েছিলে;

আকাশটা আজ কার হয়েছে ?

 

জল নুপূর-

নির্জ্বলা জলের নিস্তরঙ্গ ঢেউয়ের অপরপৃষ্ঠে থেকে গিয়েছিলাম, জলনুপূরের মতো; এঁটেলমাটির আলিঙ্গনে সরলের মত জলজাত বৃক্ষ ভালবাসায় আঁকড়ে রেখেছিলো !

ধারেকাছেই কোথাও ঘুঘুদের বাসায় সদ্যজাত ছানারা রাতদিন কান্নার গান শোনায়। শোনায় ক্ষুধার্ত অভাবের রোজনামচা।

নির্বোধ বোঝাপড়ায়  দূরত্বের  নোটিশবোর্ড ঝুলে থাকে জল-স্থলের ঘাসের জমীনে।

মাঝে মাঝে উঁকি দেই মন জানালায়: ধুলো আর মাকড়সার ঝুলের বাসা বাঁধা কতগুলো ডায়রী ; পরিত্যাক্ত অক্ষর নির্জিবতায় দম নিচ্ছে।

পরিত্যাক্ত! পেছনের অতীত থেকে উদ্ধার করতে চেয়েছি বারংবার শব্দের ফুসফুস;

ততবার বাঁধা পড়েছে জল নুপূরের বাঁধনীতে।

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ