দুটি অনু-কবিতা

সুরাইয়া পারভীন ৩১ জুলাই ২০২০, শুক্রবার, ০৯:৫৩:০৮পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

আহ্! যদি বৃষ্টি হতাম; শ্রাবণের এই রাতে

আধ-ভাঙা চাঁদের রুপোলি-

আলো গায়ে মেখে ঝরে পড়তাম,

তোমার উঠানে কিংবা ছাদে!

ভিজিয়ে দিতাম; জড়িয়ে নিতাম-

তোমায় খুব করে!

 

বৃষ্টিস্নাত প্রেম

 

আহ্! যদি চাঁদ হতাম;বর্ষার আকাশে

মেঘমল্লারের সাথে পাল্লা দিয়ে-

ঝুলে থাকতাম আকাশের গা'য়ে!

বৃষ্টিস্নাত লোভনীয় আলো হয়ে!

দখিনা জানালার কার্নিশ বেয়ে,

চুয়ে পড়তাম; ছুঁয়ে দিতাম চিবুক-

তোমার আলতো স্পর্শে!

 

বৃষ্টিস্নাত চাঁদ

২য় ছবি ফেবু থেকে নেওয়া

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ