দুই লাইনের সংসার

অদ্ভুত শূন্যতা ১৯ জুলাই ২০১৩, শুক্রবার, ০৪:২৩:১৯অপরাহ্ন বিবিধ ১৩ মন্তব্য

সম্পর্ক 

তোমার যত জ্বর, আমার তত কাশি
এই টানাপোড়েনের সম্পর্ক বড্ড ভালবাসি

 

বালু ঘড়ি

আহা বেঁচে আছি, হয়ে বালু ঘড়ি
ঝর ঝর ঝর, সময় দিচ্ছে পাড়ি

 

কল্পনার আকাশে

হাতের মাঝে ধরে আছি কাগজের উড়জাহাজ
কল্পনার পাখি আমি, কোন আকাশে উড়ি আজ

 

কাঠ পেন্সিলে শৈশব

কাঠ পেন্সিলেই এঁকে ফেলা যায়, আঁকো
শৈশবের ফেলে আসা নদী আর সাঁকো।

 

নদীশোষন

নদীগুলো ভাগ হয়ে গেলে নাব্যতা কোন ভাগে যাবে ?
এই ভাগ হবে মরু! ঐ ভাগ স্বার্থপর সবুজ ফলাবে।

 

সুন্দরবন

সুন্দরবন উজাড় করে কেন হে তুমি বানাবে অগ্নি-বিদ্যুতের খোয়াড়
মনে রেখ ছিপছিপে নদীটির কথা, ভুলো না তার ভাটা আর জোয়ার।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ