দুই রঙের জল

শাকিলা তুবা ২৯ জুলাই ২০১৩, সোমবার, ১০:৫৯:০২পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ৬ মন্তব্য

দুই রঙের জল--- আবৃত্তিটি শুনতে এখানে ক্লিক করুন। আবৃত্তি করেছেন মনিকা আহমেদ

কী এমন ক্ষতি হতো আমার বা তোমার
যদি সত্যি তোমাকে ভুলে যেতে পারতাম!
আমি বলতে পারতাম, আরেকদিন এসো
বলতে পারতাম, এদিকের জল-হাওয়া ভাল।

তুমিও তো ফিরে যেতে যেতে বলতে পারতে,
তোমাদের এদিককার আকাশটা বড় ঘন
ইচ্ছে করে দু’দিন আরো জিরিয়ে নিই ঘাটলার জলে।
আমি বলতে পারতাম, আরেকটু থাকো।

ভেবেছিলাম ভুলে যাওয়া কতই না সহজ
তুমি যাবে বনের দিকে আমি লোকালয়ে
মূলতঃ এখন আমার নির্জনবাস
ভুলে যাওয়ার সাধনায় আপাদমস্তক আচ্ছাদিত।

ভেবেছিলাম, কতদিন আর লাগবে ভুলতে—দিন, মাস, বছর?
সব ঘুরে ঘুরে আসে আর যায়, যায় আর আসে
তোমাকে বলতে পারতাম, যেও না—বলেছি, যাও
তোমাকে বলতে পারতাম, ভুলো না—বলেছি, ভুলে যাও।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ