
দু পেগই তো মেরেছি, ঠকবাজি তো করিনি,
যত্নে গড়া সংসারের দুয়ারখানা বন্ধ হয়ে গেলো!
একটু সুরা পান করেছি, নাফরমানি তো করিনি।,
ধর্ম আমাকে অধর্ম বানিয়ে দিলো!
পেয়ালাতে চুমু খেয়েছি, ধর্ষন তো করিনি,
সাধু সমাজে আমি উচ্ছিষ্ট হয়ে গেলাম!
একটু সরাবই তো পিলায়েছি, খুন তো করিনি,
রাজনীতির রাজামশাই
বলির পাঠা বানিয়ে,
আমাকে কনডেমসেলে পাঠিয়ে দিলো!
যা শালা,গলা অব্দি গিলেছি তো কি হয়েছে?
বেশ করেছি মাতাল হয়েছি,
বেঈমানী তো করিনি।
কলংকের মালা পরিয়ে
প্রেম আমাকে নির্বাসনে পাঠালো।
অথচ ঠকবাজ ধর্ষক আর খুনিদের
সংসার সমাজ ও সরকার
সফলতার মর্যাদা দিয়ে,
স্লোগান ধরে,
পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র।
সোয়ামী তার তুলশি পাতা,
ঘুরে না সে পাজেরো ছাড়া।
আর নাফরমানের মাথায় ধর্ম পরিয়ে দিলো—
মাওলানা পাগড়ী!
চলে না সমাজ তার ফতোয়া ছাড়া!
বাহ!এ কেমন ইতর খেলা!
খেলছিস তোরা হরহামেশা।
নির্দোষ হয় দোষী আর দোষীর হয় না সাজা!
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতির প্রকাশ কবি দা
মনির হোসেন মমি
গ্রুপে পড়েছিলাম।চমৎকার কবিতা।
অভিনন্দন স্বাগতম আপনাকে।।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
কোন গ্রুপে পড়েছিলেন?
অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন
সাবিনা ইয়াসমিন
প্রতিবাদ করলে দোষ না করলে দোষী, শোষণ
আর শোষিত সমাজের বর্তমানের বাস্তবতা।
শাসন/প্রতিবাদ যেটাই হোক মাতাল হওয়া যাবে না। মাতালের চিৎকার সুধী-সাধু-পীড়িত সর্বস্তরে পরিত্যাজ্য।
শুভ কামনা 🌹🌹
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ঠিক বলেছেন আপু।একদম মাতাল হবো না,হওয়া যাবে না।তাহলে পরে “সুধী- সাধু-পীড়িত” সব হারিয়ে সর্বহারা হয়ে যাবো। হাহাহা
হালিম নজরুল
সভ্যতার সংকট নিয়ে লেখা কবিতা।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।