দু পেগই তো মেরেছি, ঠকবাজি তো করিনি,
যত্নে গড়া সংসারের দুয়ারখানা বন্ধ হয়ে গেলো!
একটু সুরা পান করেছি, নাফরমানি তো করিনি।,
ধর্ম আমাকে অধর্ম বানিয়ে দিলো!
পেয়ালাতে চুমু খেয়েছি, ধর্ষন তো করিনি,
সাধু সমাজে আমি উচ্ছিষ্ট হয়ে গেলাম!
একটু সরাবই তো পিলায়েছি, খুন তো করিনি,
রাজনীতির রাজামশাই
বলির পাঠা বানিয়ে,
আমাকে কনডেমসেলে পাঠিয়ে দিলো!

যা শালা,গলা অব্দি গিলেছি তো কি হয়েছে?
বেশ করেছি মাতাল হয়েছি,
বেঈমানী তো করিনি।

কলংকের মালা পরিয়ে
প্রেম আমাকে নির্বাসনে পাঠালো।

অথচ ঠকবাজ ধর্ষক আর খুনিদের
সংসার সমাজ ও সরকার
সফলতার মর্যাদা দিয়ে,
স্লোগান ধরে,
পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র।
সোয়ামী তার তুলশি পাতা,
ঘুরে না সে পাজেরো ছাড়া।
আর নাফরমানের মাথায় ধর্ম পরিয়ে দিলো---
মাওলানা পাগড়ী!
চলে না সমাজ তার ফতোয়া ছাড়া!

বাহ!এ কেমন ইতর খেলা!
খেলছিস তোরা হরহামেশা।
নির্দোষ হয় দোষী আর দোষীর হয় না সাজা!

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ