" স্বচ্ছ কাঁচের বোতলে ছিপি আটকে রেখেছি কিছু চিন্তা নামক বীজ।

কিছু সাদা কাগজের বুকে, কালো অক্ষরের রোজ নামচা………

কিছু ভালো মানুষিপনা, দেখেছি যত ঘাপটি মেরে থাকা কদর্যপনা, যখন তখন বেয়ারাপনায় ঔদ্ধ্যত্য প্রকাশের হম্বি তম্বি……

আস্ফালনে চেঁচিয়ে জানান দিতে উদগ্রীব উন্মূখ!!!

হাতে ধরে অপেক্ষায় আছি প্রহরের পর প্রহর…… নিশ্চল পাথরের মতো জগদ্দল হয়ে।

আকাশচুম্বি বাড়বাড়ন্তপনায় আপত্তি থেকে যায়। আকন্ঠ বিতৃষ্ণায়, সফলতা চোখ মেললেই অবধারিত নিঃক্ষেপিত………!!!!

সহ্যের আরেক নাম ভালোমানুষিপনা নয়,"  এটিই তার প্রথম লেখা।

 

এরপর লিখেছেন

" বোঝার মতো বোধ এর অভাব মাত্র———

বোধ আর ব্যাধী—-,অভাব আর নিরাময় হীনতা —-পারস্পরিক সহোদর হলেই জঞ্জাল।।

বদ অভ্যাস গুলো অভ্যাসে হাঁটাহাঁটি করে নিরন্তর!!

জঞ্জালের আবরনে লুকানো কাব্যের মূল্যায়ন, বড়ই হতদরিদ্র—–।"

 

আপনারা কিছু বুঝছেন? বুঝতে পারেন, আমিতো কিছু বুঝিনা। তবুও তিনি সবসময়ই বলেন তার কলম নাকি কথা বলে না। আমি বলি কলমেরও তো কষ্ট হয়, এমন দূর্বোধ্য কিছু তুলতে।

আমাকে এই কঠিন কাজটি করতে বলে কেউ এসির তলে ঢুকে ঘুমে তলিয়ে গেলেন। এজন্যই দূর্বলতা কাউকে বলতে নেই, সুযোগ নেয়। এ আমার মেলায় দেখা না করার সাজা। আবার হয়তো মাফ পাওয়ার, সারপ্রাইজ দেবার এই সুযোগ! হাতছাড়াও করা যা না।

প্রায় শেষ রাত অবধি অপেক্ষা কখন তিনি পোস্ট দেবেন। যেই ঘুমিয়ে শাকালাকা বুমবুম হয়েছি অমনি তিনি হাজির! ইন্টেলিজেন্ট বলে কথা!

কার কথা বলছি? তিনি লেখায় আমাদের অগ্নিকন্যা। বলিষ্ঠ লেখনি, সত্যনিষ্ঠ যার মতামত। কিন্তু আমার কেবলই মনে হয় তিনি শিশুকোমল মনের একজন মানুষ। তিনি অল্প সময়, ধীর পদক্ষেপ, সন্তর্পন এবং চুপিসারে দুইশততম পোষ্ট করে ফেলেছেন।

তিনি সবচেয়ে বেশি লিখেছেন একান্ত অনূভুতি যা আদতে গদ্যছন্দে লেখা বলিষ্ঠ কবিতা। আজ তার শুভেচ্ছা বার্তা লিখতে হাত কাঁপছে। তারপরও এই ছোট্ট সাহস তার কাছ থেকেই পাওয়া।

 

" অর্থহীন ~

 

কিছু ঢেউ শুধুই কান্না

কিছু রৌদ্র কেবলই দহন

কিছু হাসি শুধুই ছল

কিছু পাওয়া শুধুই না পাওয়ার পরিচয়।

কিছু জঙ্গল রাত্রির কাছে প্রিয়

কিছু মেঘ আজন্ম সঙ্গ' …..তার ২০০ তম লেখা।

আজ থেকে ৩ বছর ১১ মাস ৮ দিন আগে তিনি আমাদের  সোনেলার আঙ্গিনায় এসেছেন। তার এই প্রায় ৪ বছর পূর্তিতে এ আমার সামান্য চেষ্টা বলা যায়।

 

আজ এই অগ্নিকন্যা শ্রদ্ধেয় "বন্যা লিপি" কে সোনেলার সকল ব্লগার, লেখক, পাঠকের পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা❤❤❤❤🌹🌹🌹

ছবি- নেটের।

 

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ