
” স্বচ্ছ কাঁচের বোতলে ছিপি আটকে রেখেছি কিছু চিন্তা নামক বীজ।
কিছু সাদা কাগজের বুকে, কালো অক্ষরের রোজ নামচা………
কিছু ভালো মানুষিপনা, দেখেছি যত ঘাপটি মেরে থাকা কদর্যপনা, যখন তখন বেয়ারাপনায় ঔদ্ধ্যত্য প্রকাশের হম্বি তম্বি……
আস্ফালনে চেঁচিয়ে জানান দিতে উদগ্রীব উন্মূখ!!!
হাতে ধরে অপেক্ষায় আছি প্রহরের পর প্রহর…… নিশ্চল পাথরের মতো জগদ্দল হয়ে।
আকাশচুম্বি বাড়বাড়ন্তপনায় আপত্তি থেকে যায়। আকন্ঠ বিতৃষ্ণায়, সফলতা চোখ মেললেই অবধারিত নিঃক্ষেপিত………!!!!
সহ্যের আরেক নাম ভালোমানুষিপনা নয়,” এটিই তার প্রথম লেখা।
এরপর লিখেছেন
” বোঝার মতো বোধ এর অভাব মাত্র———
বোধ আর ব্যাধী—-,অভাব আর নিরাময় হীনতা —-পারস্পরিক সহোদর হলেই জঞ্জাল।।
বদ অভ্যাস গুলো অভ্যাসে হাঁটাহাঁটি করে নিরন্তর!!
জঞ্জালের আবরনে লুকানো কাব্যের মূল্যায়ন, বড়ই হতদরিদ্র—–।”
আপনারা কিছু বুঝছেন? বুঝতে পারেন, আমিতো কিছু বুঝিনা। তবুও তিনি সবসময়ই বলেন তার কলম নাকি কথা বলে না। আমি বলি কলমেরও তো কষ্ট হয়, এমন দূর্বোধ্য কিছু তুলতে।
আমাকে এই কঠিন কাজটি করতে বলে কেউ এসির তলে ঢুকে ঘুমে তলিয়ে গেলেন। এজন্যই দূর্বলতা কাউকে বলতে নেই, সুযোগ নেয়। এ আমার মেলায় দেখা না করার সাজা। আবার হয়তো মাফ পাওয়ার, সারপ্রাইজ দেবার এই সুযোগ! হাতছাড়াও করা যা না।
প্রায় শেষ রাত অবধি অপেক্ষা কখন তিনি পোস্ট দেবেন। যেই ঘুমিয়ে শাকালাকা বুমবুম হয়েছি অমনি তিনি হাজির! ইন্টেলিজেন্ট বলে কথা!
কার কথা বলছি? তিনি লেখায় আমাদের অগ্নিকন্যা। বলিষ্ঠ লেখনি, সত্যনিষ্ঠ যার মতামত। কিন্তু আমার কেবলই মনে হয় তিনি শিশুকোমল মনের একজন মানুষ। তিনি অল্প সময়, ধীর পদক্ষেপ, সন্তর্পন এবং চুপিসারে দুইশততম পোষ্ট করে ফেলেছেন।
তিনি সবচেয়ে বেশি লিখেছেন একান্ত অনূভুতি যা আদতে গদ্যছন্দে লেখা বলিষ্ঠ কবিতা। আজ তার শুভেচ্ছা বার্তা লিখতে হাত কাঁপছে। তারপরও এই ছোট্ট সাহস তার কাছ থেকেই পাওয়া।
” অর্থহীন ~
কিছু ঢেউ শুধুই কান্না
কিছু রৌদ্র কেবলই দহন
কিছু হাসি শুধুই ছল
কিছু পাওয়া শুধুই না পাওয়ার পরিচয়।
কিছু জঙ্গল রাত্রির কাছে প্রিয়
কিছু মেঘ আজন্ম সঙ্গ’ …..তার ২০০ তম লেখা।
আজ থেকে ৩ বছর ১১ মাস ৮ দিন আগে তিনি আমাদের সোনেলার আঙ্গিনায় এসেছেন। তার এই প্রায় ৪ বছর পূর্তিতে এ আমার সামান্য চেষ্টা বলা যায়।
আজ এই অগ্নিকন্যা শ্রদ্ধেয় “বন্যা লিপি” কে সোনেলার সকল ব্লগার, লেখক, পাঠকের পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা❤❤❤❤🌹🌹🌹
ছবি- নেটের।
৩৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
প্রথম হাজিরা দিলাম। কেক-কুকের ব্যবস্থা করুন, আসতেছি 🙂
বন্যা লিপি
আমিও অপেক্ষা করছি। কেক কুক হইলে পার্টি হবে পার্টি…..
সাবিনা ইয়াসমিন
মনেহয় কেক আনতে গিয়ে ঘুমিয়ে পরেছে।
বন্যা লিপি
কেকের কথা ভুইল্লাই গেছে।
রোকসানা খন্দকার রুকু
মাসের শেষ কামলা মাইসের বালান্স ফাঁকা, তাই কেক দেইখাই ভোঁ দৌড়। আর আমি শুনেছি, সেলিব্রিটি আর সেলিব্রেশান যায় তারই কেক আনতে হয়।
যা হউক, শীত আসতে বেশি দেরী নেই। জমিয়ে কেক, আইসক্রিম খাওয়া যাবে। আমি আবার খেতে পারি ভালো!!
বন্যা লিপি
এহ্….. পাইছেন কই এমন কতা! সেলিব্রেশন যার হেয় কেক আনে? আর সেলিব্রেটি কেডা এহানে?
যারা সারপ্রাইজ আয়োজন করে, তারাই সব করে……খালিফাঁকিবাজি
রেজওয়ানা কবির
২০০ তম পোস্ট এর জন্য অভিনন্দন বন্যা আপু। আর আপনাকেও ধন্যবাদ রোকসানা খন্দকার আপু এতো সুন্দরভাবে শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য। দুজনেই সোনেলার পাশে থাকুন এভাবেই।
বন্যা লিপি
আন্তরিক ধন্যবাদ রেজোয়ানা আপু।
রোকসানা খন্দকার রুকু
আপনিও এমন শুভেচ্ছা নেবার জন্য ভালো দেখে কলম কিনুন। লিখতে হবে অনেক। শুভকামনা অশেষ।
খাদিজাতুল কুবরা
দুই শততম পোস্টের মাইলফলক ছোঁয়ার জন্য বন্যা আপুকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। অসাধারণ এই মানুষটিকে যথার্থই বর্ণনা করেছেন প্রিয় ব্লগার বন্ধু রোকসানা খন্দকার রুকু। তাকে ধন্যবাদ গুনীজনকে শুভেচ্ছা জানানোর জন্য।
দু’জনেরই খুব ভালো হোক
বন্যা লিপি
তোমাকেও ভালবাসা রুবি।
বেশি কিছু আর এই মুহুর্তে লিখতে পারছি না।
রোকসানা খন্দকার রুকু
এটুকু লেখা তার জন্য কিছুই না। আরও অনেক বেশি পাওনা ছিল। সামনে আপনি ট্রাই করুন!!
অনন্য অর্ণব
এ লেখায় মনোযোগ দিতে গেলে রাতের ঘুম হারাম হবে নিশ্চিত।এতো কঠিন সব চিন্তা মাথায় কিছুই ধরছে না 😄😄
বন্যা আপুকে তার ২০০ তম পোস্টের জন্যে অভিনন্দন ♥️
বন্যা লিপি
মাথাটারে বিশ্রামে রাখেন। ধন্যবাদ
হালিমা আক্তার
বন্যা আপা কে অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা। রোকসানা খন্দকার আপার প্রতি রইলো অজস্র ভালোবাসা ও শুভকামনা। শুভ রাত্রি।
বন্যা লিপি
অশেষ ধন্যবাদ হালিমা আপা।
রোকসানা খন্দকার রুকু
আপনার জন্যও ভালোবাসা ও শুভকামনা অশেষ।❤❤️
জিয়া আল-দীন
আমি সোনেলায় নতুন।তিনদিন বয়স হলো মাত্র সোনেলায়। বন্যা লিপির লেখা পড়া হয়নি। দুইশত পোস্ট পড়তে সময় লাগবে বৈ কি।অভিনন্দন বন্যা লিপি।লিখে যান নিরন্তর। শুভ কামনা রইলো।🌹
বন্যা লিপি
সাম্প্রতিক কয়েকটা পড়লেই চলবে জিয়া ভাই।
আপনাকে ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
তিনদিন, মনে হচ্ছে আপনি তিনবছর হলো এসেছেন। অনেক ভালো লেখা, সুন্দর মতামতই তা বলে। থাকুন ভাইয়া আমাদের সাথে।।।শুভকামনা।।।
সাবিনা ইয়াসমিন
ব্লগার বন্যা লিপিকে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আসলেই তিনি সোনেলা উঠোনের অনন্য এক প্রিয়মুখ। তিনি শুধু ভালো লেখেন না, সহ ব্লগারদের পোস্টে/ মন্তব্যতেও তার অগাধ মেধা তুলে ধরেন। তিনি সৎ, নির্ভীক, স্নেহশীলা এবং নিরপেক্ষ। আবার একইসাথে অত্যন্ত বন্ধুত্বপরায়ন। তার প্রতি ব্লগারদের ভালোলাগা, শ্রদ্ধা এবং অবশেষে ভালোবাসা এসেই যায়।
শুভেচ্ছা ও অভিনন্দন তাকে।
@ব্লগার রোকসানা খন্দকার রুকু, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর শুভেচ্ছা পোস্ট দিয়ে তার আনন্দময় মুহুর্তকে স্মরণীয় করে দেয়ার জন্যে।
শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
চেষ্টা করেছি মাত্র। ব্লগে আমার মেলাদিন হয়ে গেল।।লেখা জমা দিতে এতো হার্টবিট আর হাত কাঁপেনি। তারপরও কিছুটা পেরেছি দেখে ভালো লাগছে। আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা ❤️❤️
বন্যা লিপি
@রোকসানা খন্দকার রুকু🌹
“লেখা জমা দিতে এতো হার্টবিট আর হাত কাঁপেনি।….. আপনি কি দুর্বল হার্টের রোগী? নাকি আমি ভ্লাদিমির পুতিনের জননী? কোনডা?
নাকি….এই এত্তকাল ধইরা আমারে ভুলই চিনলেন আমারে! এত কাঁপা-কাঁপি কিসের রে বাপু?
তবে – আমি এক্সপেক্টই করিনি এমন এক পোষ্টের। সত্যি বলছি…এক্সপেক্টেশনটা ছাড়িয়ে গিয়েছেন আপনি। আর কোনোকিছু এক্সপেক্টেশনের বাইরে হলে, সেটাকেই হয়তো সারপ্রাইজ বলে। বাংলায় বোঝাতে গেলে বলা লাগে এইরকম- আশ্চর্যান্বিত উপহার*। তো…আপনি উৎরে গেছেন সফল ভাবে।
আমি ধন্যবাদ শব্দটা ব্যাবহার করতে মোটেই পছন্দ করি না( সিক্রেট বলে ফেললাম😊) কারন আমার কাছে মনে হয় ধন্যবাদ শব্দটা যেখানে সেখানে হরহামেশা ব্যাবহার করে অসৌজন্যমূলক ভাবে সৌজন্য দেখাবার এক তরিকা হিসেবে। যা আমার মোটেই পছন্দ নয়।
আপনার প্রতি আশির্বাদ আর স্নেহ রইলো প্রচুর পরিমানে💞💞
বন্যা লিপি
@সাবিনা ইয়াসমিন। তোমার সাহচর্য আর ঠ্যালা /ধাক্কা ছিলো বিধায় অনেকটা পথ চলছি একসাথে।
মানুষ প্রসংশা পেলে খুশি হয় না খুশিতে ভেসে যায় আমি জানি না। আমার কেবল খুব বেশি বিব্রত লাগে। মনে হয় এতটা উপযুক্ত নই…… তুমি আমার এই স্বভাবটাও খুব ভালো করে জানো বলে আমি বিশ্বাস করি।
কম কম শব্দ খরচ হলে ভালো আমার জন্য।
তোমাকে ভালবাসি ঠিক পরিমাপ যতটুক প্রয়োজন,,, বেশিও না- কম ও না।
এই পরিমিতি বোধটুকু টিকিয়ে রাখতে রাখতে কোনোদিন কান্না চলে আসবে তোমার চোখে…..আমার জায়গাটা যখন শুন্য দেখতে পাবে।
আসলেই কি আসবে চোখে জল?
যদি সত্যিই আমার শুন্যতা তোমার দুচোখে ক’ফোটা জল ঝরায়! শুন্যতা জানবে- এটুকুই পেরেছি পৃথিবী থেকে অর্জন করতে।
বন্যা–
রেজওয়ানা কবির
বন্যা আপু আসলে রোকসানা আপু আপনাকে শুভেচ্ছা দেয়ার জন্য অনেক অস্থির ছিল যে কিভাবে গুছিয়ে সুন্দরভাবে লেখা যায়! আর তাই তার হাত কেঁপেছে তার এই হাত কাঁপা ভিতরের আপনার প্রতি গভীর শ্রদ্ধা থেকে এই সিকরেটটা আমি জানি বোন তো তাই আর কি!!!🥰 অনেক দোয়া রইল আপু।
সঞ্জয় মালাকার
অভিনন্দন ও শুভেচ্ছা –
আপুর জন্য শুভ কামনা সবসময়,
রোকসানা খন্দকার রুকু
আপনার জন্যও শুভকামনা🌹
বন্যা লিপি
আপনার জন্যেও শুভ কামনা দাদা@সঞ্জয় মালাকার।
জিসান শা ইকরাম
বন্যা লিপি তার লেখার গুনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।
তার প্রতিটি লেখাই মান এর মাপকাঠিতে উত্তীর্ণ।
তার লেখায় সোনেলা সমৃদ্ধ হয়েছে অনেক।
বন্যা লিপির মত ব্লগারের জন্য এমন অভিনন্দন এবং শুভেচ্ছা যেন সোনেলার সমস্ত পাঠক এবং ব্লগারদের মনের কথা।
বন্যা লিপিকে দুইশত তম পোস্টের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন 🌹🌹🌹🌹🌹
বন্যা লিপি
সোনেলা নিজের ঘরবাড়ির মতই মনে করে সাচ্ছন্দ্যে লিখে গিয়েছি এ পর্যন্ত। আমার যোগ্যতায় যতটুকু জোড়…ততটুকুই আমার বিচরণ। আপনি,ছাইরাস হেলাল( মহারাজ) আমার মত বন্যা লিপির সাহস আর শক্তির উৎস বলেই চেষ্টা করেছি মান বজায় রাখতে।
আপনাদের প্রেরণা আমার পাথেয়।
শ্রদ্ধাসহ ভালবাসা।
জিসান শা ইকরাম
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সহ ব্লগারকে নিয়ে সমস্ত ব্লগারদের পক্ষ হতে এত সুন্দর একটি পোস্ট প্রদান করার জন্য।
শুভ ব্লগিং
রোকসানা খন্দকার রুকু
কৃতজ্ঞতা অশেষ 🌹
রিতু জাহান
দুইশোতম পোস্টের জন্য অভিনন্দন।
বন্যা লিপি
অশেষ ধন্যবাদ@রিতু জাহান। আপনাকে আমি প্রথম থেকেই পাচ্ছি। এ আমার সৌভাগ্য।
শুভ কামনা।
মনির হোসেন মমি
ডাবল সেঞ্চুরী।অভিনন্দন।আপনার প্রতিটি লেখাই মৌলিক এবং অল্প কথায় বেশ গভীর ভাবনা ফুটে উঠে।
ধন্যবাদ।
বন্যা লিপি
জীবন বোধ থেকে উঠিয়ে আনা শব্দ দিয়ে লিখে গেছি হাবিজাবি মমি ভাই! একটা শব্দে আপনি বিভিন্ন অর্থের সমাহার খুঁজে পেতে পারেন, যদি আপনি খুঁজতে পারেন। শব্দগুলো বাছাই করাও সহজ নয় খুব একটা। কত কত হাবিজাবি আমার নিজের কাছেই অনর্থক মনে হয়।
ধন্যবাদ।