হতে এসেছিলাম পাঠক
সে-ও আমাকে ফেলে দিলো
উঠে দাড়াবো ভাবছি কত'ক
দুমড়ে মুচড়ে মন ভাংলো।

ললাট তুই বড্ড জ্বালাচ্ছিস, ভাবাবেগ
নাই তোর ভালে, কানছিস কেন রথে?
এ যে মহা স্রষ্টের স্রষ্টার নিবিড় ডাক
খুশি থাক খুশি থাক আখেরি নবীর পথে।

অপারগ, অধম মেধা মনন ভাবাবেগ
ইচ্ছেই অধম জাগ্রত বেশ
তাই পড়েই অপারগ
এইতো, আছি ভালো বেশ।

হত দরিদ্র মেধায় আছি পাশে
মনে রেখ কভু পাশে!
এইতো, তোমাদের মাঝে বেশ
চেনাজানা মন্দ কি? আছি বেশ।

পারিনা উল্কা গতির আঘাত হানতে
পারিনা ডান্ডা ঝেড়ে ঠান্ডা করতে
ফেলে যাই নোনা পানি ঝাড়তে
ওগো  খোদা দাও শক্ত প্রতিবাদ করতে।

যে শয়তান ত্রিশূল হানো
ত্রিশূল লইয়া যারা খেলে ধর্মযুদ্ধ
যে শয়তান টুপি বাধিয়া
ধর্ম খেলায় মত্ত হোন

কে মুসলিম কে সনাতন
বেঁচে থাকতে দেয়না এক্টূ জল
কে মুসলিম কে সনাতন
অন্নাভাবে দ্বারে দ্বারে জোটেনা অন্ন!

আগে মানুষের পাশে হোন
মানুষকে চলার পথ সুগম করুন,
তবেই ধার্মিক তবেই খোদা প্রেমিক
রচিবে ধরায় স্বর্গ, থাকিবে মানসপটে।

বি.দ্র. লিখার মানগত ভালো না হওয়া সত্বেও প্রিয় সোনেলার আহ্বানে আমাকে লিখতে বাধ্য করেছে। তাই লিখলাম ভুলক্রুটি মেনে নেবেন আশা করি। সবাই মংগল কামনা করি।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ