হতে এসেছিলাম পাঠক
সে-ও আমাকে ফেলে দিলো
উঠে দাড়াবো ভাবছি কত’ক
দুমড়ে মুচড়ে মন ভাংলো।
ললাট তুই বড্ড জ্বালাচ্ছিস, ভাবাবেগ
নাই তোর ভালে, কানছিস কেন রথে?
এ যে মহা স্রষ্টের স্রষ্টার নিবিড় ডাক
খুশি থাক খুশি থাক আখেরি নবীর পথে।
অপারগ, অধম মেধা মনন ভাবাবেগ
ইচ্ছেই অধম জাগ্রত বেশ
তাই পড়েই অপারগ
এইতো, আছি ভালো বেশ।
হত দরিদ্র মেধায় আছি পাশে
মনে রেখ কভু পাশে!
এইতো, তোমাদের মাঝে বেশ
চেনাজানা মন্দ কি? আছি বেশ।
পারিনা উল্কা গতির আঘাত হানতে
পারিনা ডান্ডা ঝেড়ে ঠান্ডা করতে
ফেলে যাই নোনা পানি ঝাড়তে
ওগো খোদা দাও শক্ত প্রতিবাদ করতে।
যে শয়তান ত্রিশূল হানো
ত্রিশূল লইয়া যারা খেলে ধর্মযুদ্ধ
যে শয়তান টুপি বাধিয়া
ধর্ম খেলায় মত্ত হোন
কে মুসলিম কে সনাতন
বেঁচে থাকতে দেয়না এক্টূ জল
কে মুসলিম কে সনাতন
অন্নাভাবে দ্বারে দ্বারে জোটেনা অন্ন!
আগে মানুষের পাশে হোন
মানুষকে চলার পথ সুগম করুন,
তবেই ধার্মিক তবেই খোদা প্রেমিক
রচিবে ধরায় স্বর্গ, থাকিবে মানসপটে।
বি.দ্র. লিখার মানগত ভালো না হওয়া সত্বেও প্রিয় সোনেলার আহ্বানে আমাকে লিখতে বাধ্য করেছে। তাই লিখলাম ভুলক্রুটি মেনে নেবেন আশা করি। সবাই মংগল কামনা করি।
১৮টি মন্তব্য
নিতাই বাবু
বর্তমান সময়টাই একটা দুঃসময়। এই দুঃসময় নিয়ে ভালোই লিখেছেন। আশা করি আপনার এই লেখা সোনেলা ম্যাগাজিন ২০২২-এ স্থান পাবে।
মোঃ মজিবর রহমান
আপনি পাশে থাকার জন্য কৃতজ্ঞ দাদা। আশা করি সামনের দিনেও পাবো।
সঞ্জয় মালাকার
সময়টা বড়ই দুঃসময়,
আপনার একান্ত অনুভূতি ভালো লাগলো খুব
ভালো থাকবেন সব সময় শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
খুব ভালো লাগলো সঞ্জয় আপনার মন্তব্য পড়ে আপ্লুত।
মনির হোসেন মমি
এটা কি একান্ত অনুভুতিতে দিয়েছেন৴এটাকে কবিতা বিভাগে দিলে ভাল হয়।
অসময়ের মাঝে সময়কে পাওয়া ভাগ্যের ব্যাপার তবুও জীবন চলে চলছে চলবে তার আপণ গতিতে।
সুন্দর হয়েছে।
মোঃ মজিবর রহমান
আপনার নাম দেওয়া স্বার্থকতা মমি ভাই।
মনির হোসেন মমি
লেখাটা সেই রকম হইছে ভাই।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ ভাইজান।
রোকসানা খন্দকার রুকু
এমনই চলছে সবার, কি হতে চেয়ে কেথায় ঠেলে দেয়া হয় তার নেই অন্ত।। শুভকামনা লেখায়🌹
মোঃ মজিবর রহমান
সেটাই আপু। আপনার মন্তব্যে আপ্লুত হলাম।
হালিমা আক্তার
সময়টা কেমন যেন বর্ণহীন। কোথাও আলোর ছটা নেই। তবু দিন চলে যাচ্ছ। দিন চলে যায়। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
সুন্দর মন্তব্য আপু। আর এই অবস্থায় জিবনটাও রংচটা।
নার্গিস রশিদ
সময়টা বর্ণহীন । আসলেই তাই। তার মাঝেই আনন্দ পাওয়ার চেষ্টা করতে হবে। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
সত্য আপু । সুন্দর মন্তব্যে ভালো লাগ্লো ।
সাবিনা ইয়াসমিন
ধর্মীয় বিশ্বাস থাকলে ধার্মিক হওয়া যায় কিন্তু সত্যিকারের মানুষ হতে হলে মানবিক হতে হবে। সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করতে হলে সৃষ্টির সেবা করতে হয়।
আমিও আপনারই মতন এখানে আগে পাঠক হয়েছি, এরপর আপনাদের অনুপ্রেরণায় লিখেছি। আপনি অবশ্যই আমাদের/সোনেলার মনে আছেন-থাকবেন। আর আমরা চাই আপনিও মনে রাখবেন সব সময়ের মতো।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
সোনেলা আছে হৃদয়ে, সোনেলা আছে রক্তিম অস্থিতে।
মোঃ মজিবর রহমান
ধর্মীয় বিশ্বাস থাকলে ধার্মিক হওয়া যায় কিন্তু সত্যিকারের মানুষ হতে হলে মানবিক হতে হবে। দুইটাই একযোগে হতে পারলে তবেই স্বার্থক মানুষ হওয়া যাবে।
আলমগীর সরকার লিটন
সুন্দর এক ভাবনার প্রকাশ কবি মজিবর দা