দুঃখ বন্দনা

সিহাব ১৬ জানুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ০৬:৫৬:১৪অপরাহ্ন বিবিধ ১২ মন্তব্য

দুঃখ, তুমি কঠিন সত্য !

তোমার আসাটায় আশা করা যায় না ।

তুমি আসো,

এসে বহুদিনের লালিত সুখকে ছারখার করে দাও !

তোমার রক্তাক্ত প্রান্তরে

সুখের রক্তশূণ্য মৃত্যু ঘটে !

সেই রক্তের লাল কণিকার উপস্থিতিতে

সুখের যে সুন্দর শুভ্র রঙ ছিল,

তাও রক্তিম হয়ে উঠে !

তুমি আসো,

বাতাসের চরিত্রে

শত বদ্ধতার আড়ালেও

ফাঁক-ফোঁকড় ভেদ করে !

তোমায় কোনো কিছুতেও চাপিয়ে রাখা যায় না,

যেন তুমি আসবেই !

এসে সুখের সাজানো সংসারকে সঙ্গিহীন সাঙ্গ কর,

লন্ড-ভন্ড করে দাও সবকিছু !

তোমার উপস্থিতি হয়তো ক্ষণিকের।

তবে উত্তাপ রেখে যাও

প্রচন্ড সাইক্লোণের মতোই !

দুঃখ, তুমি ধ্বংস !

নতুন সুখ সৃষ্টির পটভূমি !!

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ