আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে?
কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কী এমন,
দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী।

আমার শৈশব বলে কিছু নেই
আমার কৈশোর বলে কিছু নেই,
আছে শুধু বিষাদের গহীন বিস্তার।
দুঃখ তো আমার আমার হাত...হাতের আঙুল...আঙুলের নখ..
দুঃখের নিখুঁত চিত্র এ আমার আপাদমস্তক।

আমার দুঃখ আছে কিন্তু আমি দুখী নই,
দঃখ তো সুখের মতো নীচ নয়...যে,আমাকে দুঃখ দেবে।
আমার একেকটি দুঃখ একেকটি দেশলাই কাঠির মতো...
অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো অগ্নি তিলকে,
পাঁজরের নাম করে ওসব সংগোপনে সাজিয়ে রেখেছি আমি সেফটি -ম্যাচের মতো বুকে.............।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress