আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে?
কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কী এমন,
দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী।
আমার শৈশব বলে কিছু নেই
আমার কৈশোর বলে কিছু নেই,
আছে শুধু বিষাদের গহীন বিস্তার।
দুঃখ তো আমার আমার হাত...হাতের আঙুল...আঙুলের নখ..
দুঃখের নিখুঁত চিত্র এ আমার আপাদমস্তক।
আমার দুঃখ আছে কিন্তু আমি দুখী নই,
দঃখ তো সুখের মতো নীচ নয়...যে,আমাকে দুঃখ দেবে।
আমার একেকটি দুঃখ একেকটি দেশলাই কাঠির মতো...
অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো অগ্নি তিলকে,
পাঁজরের নাম করে ওসব সংগোপনে সাজিয়ে রেখেছি আমি সেফটি -ম্যাচের মতো বুকে.............।
Thumbnails managed by ThumbPress
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
হেলাল হাফিজ আমার প্রিয় কবিদের একজন
এত সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
সায়মা নুর নাতাশা
তোমাকেও ধন্যবাদ বাবা…
ভাবছি উনার কবিতা আরও শেয়ার করবো।
তুমি কি বলো???
মৌনতা রিতু
সুন্দর কবিতা। দুঃখকে আমি মোটেও স্পর্শ করতে রাজি নই। কিন্তু ও বড় বেহায়া বার বারই আসতে চায়। তবুও বলি দূরে থাক।
ধন্যবাদ।
সায়মা নুর নাতাশা
যতো দূরে থাকে এটা প্রত্যেক থেকে ততোই শুভ যেনো সবার জীবন
স্বাগতম
ব্লগার সজীব
হেলাল হাফিজের বিখ্যাত কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ। স্বাগতম -{@
সায়মা নুর নাতাশা
আপনাকেও স্বাগতম…ধন্যবাদ
লীলাবতী
কবিতাটি প্রায় মুখস্থ করে ফেলেছিলাম। শেয়ারের জন্য ধন্যবাদ।
সায়মা নুর নাতাশা
বাহ!!!!!!!!!!
তোমাকেও ধন্যবাদ লীলাপুউউউউউ… <3
দীপংকর চন্দ
//দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী//
অনিঃশেষ শুভকামনা জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
সায়মা নুর নাতাশা
ধন্যবাদ।।
আপনিও সবসময় ভালো থাকবেন
সবাইকে নিয়ে
আজন্ম।
খসড়া
যে জলে আগুন জ্বলে।
সায়মা নুর নাতাশা
জ্বি।
এই বইটিতেই আছে কবিতাটা।
ভালো লাগে।
নীলাঞ্জনা নীলা
প্রিয় কবিতার একটি। আর হেলাল হাফিজ প্রিয় কবিদের একজন।
ধন্যবাদ প্রিয় কবিতাটি পোষ্ট হিসেবে দেয়ার জন্য।
সায়মা নুর নাতাশা
তোমাকেও ধন্যবাদ নীলা আপু
আমার ও ভালো লাগে কবিতাটা
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
সুন্দর কবিতা
(y)
সায়মা নুর নাতাশা
ধন্যবাদ