দীর্ঘ নীলসন্ধ্যা

রিতু জাহান ১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ০৯:৪৩:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

দূরচক্রবালে সমতল থেকে সম্পর্কহীন অপূর্ব নীলকুরিঞ্জি পাহাড়
দীর্ঘ নিবিড় সন্ধ্যা কেটে এক নিষুথী রাত
একা এ আমার নিবিড়তিমিরময় দীর্ঘ রাত
দূরে গেয়ে যাওয়া প্রিয় গানের কিছু কলি
"যদি আজ না ওঠে চাঁদ,
তবে কি এসে যায় তাতে!
একটা পুরো গানের সব কলি আমার তরে নাও হতে পারে।
যতোটুকু আমার ভাবনার তলে,
কেটে তাকে ভাগ করে সাজিয়ে রাখি নিজের করে।
গভীর উপলব্ধিতে গেঁথে ফেলা
এ কথামালা কোনো শিল্পীর অলংকার
নিঃসঙ্গ এ তিমির রাতে নিজ অন্তরের নিসঙ্কোচে তা আমার পরিতৃপ্তি।
সকালে এক চিলতে রোদে
এলিয়ে পড়া নির্মল, নম্র স্পস্টতার শিশির বিন্দুর দর্পনে
অবয়বহীন এক তোমায় অবায়ব দেয়া
তা জগদ্বীশ্বরের হস্তগত।

,,,রিতু,,,কুড়িগ্রাম। ১৪.১১.১৮.

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ