- এই তো সেই দীর্ঘ নিদ্রা
- যে নিদ্রা কারো কভু হবে না শেষ
- যে নিদ্রা মানুষকে স্বজন থেকে নিয়ে যাবে
- দূর থেকে দূরের স্থানে
- থাকতে দেবে না আর পরিবার পরিজনের সাথে
- আর দেখতে দেবে না সেই নানা উৎসব
- শুনতে দেবে না আর পাখির কন্ঠের গান
- দেখতে দেবে না দেখতে বাংলার সবুজ শ্যামল প্রকৃতি
- সকল কিছু ছেড়ে চলে যেতে হবে,
- সেই দেশে নেই কোনো আমার স্বজন
- থাকতে হবে একা নির্জনে।
- রচনাকালঃ
- ২৩/১২/২০২০
২৯০জন
২৩৯জন
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সুন্দর কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
হালিমা আক্তার
সেই নিদ্রার কথা আমরা কেউ ভাবিনা। শুভ কামনা। ভালো থাকুন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন কবি।
শুভকামনা রইল।।
আরজু মুক্তা
এই নিদ্রা ই আসল নিদ্রা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।।।