দিল্লীকা লাড্ডু

সোনেলা রোদ্দুর ১০ জুলাই ২০১৪, বৃহস্পতিবার, ১২:২০:৩২পূর্বাহ্ন রম্য ৪৩ মন্তব্য

তুমুল যুদ্ধ , স্ত্রীর হাতে যে চেয়ার আছে তা বুঝাই যাচ্ছে ।

বিয়ের আগে কি ভাবে , কত স্বপ্ন , আর বিয়ের পর কি হয়ে যায় ? একই ছাদের নীচে মশারীর মধ্যে পাশাপাশি বালিশে ঘুমিয়ে থাকে জগতের সেরা দুই শত্রু   :p ( সবাই না ) । তবে কেউ সহ্য করতে পারে কেউ পারেনা ।

আসুন আমরা স্বামী স্ত্রীর কবিতায় রঙ্গে ঢঙ্গে ঝগড়া শুনি

স্বামীঃ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আগে জানলে আনতাম না ঘরে এমন ঝগড়াটে বউ।।

স্ত্রীঃ নোটন নোটন পায়রা গুলি ঝোটন বেঁধেছে , আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে?

স্বামীঃ ঐ দেখা যায় তালগাছ ঐ আমাদের গাঁ, বিয়ের আগে লক্ষী মেয়ে, কিছুই চাইতো না।

স্ত্রীঃ হাড়- কিপ্টা………।

স্বামীঃ আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, বিয়ের পরে এখন শুধু করে যে খাই খাই।।

স্ত্রীঃ ছিপখান তিন দাঁড় তিন জন মাল্লা, কি আছে কপালে জানেন শুধু আল্লাহ।।

স্বামীঃ ভোঁর হল দোড় খোল খুকুমনি উঠোরে, ভালো যদি না লাগে বাপের বাড়ী ছোটরে।।

স্ত্রীঃ আগডুম বাগডুম ঘোড়ারডুম সাঁজে, আগে বুঝি নাই তুমি এত বাজে।।

স্বামীঃ আয় বৃষ্টি ঝেঁপে ধান দিবো মেপে, আর বেশি চিল্লাইলে ধরবো গলা চেপে।।

স্ত্রীঃ আগে কি বলতে মনে আছে ?? পূরণ করতে তোমার মনের সাধ, আকাশ থেকে আইনা দিমু চাঁদ।। এখন বাজার থেকে শাড়ি আনাও বাদ, কে জানত আগে, প্রেমে এত খাঁদ।।

স্বামীঃ তোমার মনে নাই কি বলছ?? সোনা চাইনা দানা চাইনা, কোর্মা গুস্ত খানা চাইনা, ধন দৌলত এক আনা চাইনা, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে।।

স্ত্রী – আমি কিছুই চাইনা শুধু শান্তি চাই।।

স্বামী – আমিও শান্তি চাই।

আমরা স্বামী স্ত্রীর এমন সুখ শান্তি চাই ।
ওম শান্তি ওম ............  (3

লেখাটি ফেইসবুকের একটি গ্রুপ থেকে নেয়া । নাম মনে নেই । ছবি গুলো নেট থেকে নেয়া।

0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ