দিবা-স্বপ্নের নীলাকাশ

ছাইরাছ হেলাল ২৯ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ১০:১৪:২৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

দূরাধিগম্য বেদনাদ্র হৃদয়ের অনীহ চিত্তে
শূন্যতা দেখছে দিবাস্বপ্ন,
জমে থাকা থিকথিকে বিজন-বিস্বাদ বিষাদ-ক্লান্তিতে;
একাকীর একচিলতে চিলেকোঠার ঘুলঘুলিতে চুয়ে পড়া চিরন্তন আলোছায়া
নীরব প্রতিফলনে খুব গুছিয়ে খেলা করে আকাশের নীল নিয়ে,
আকাশকুসুমের বনানীতে ওত পেতে থাকা ভেক-ধরা সময়
প্রচ্ছন্ন অবচেতনে নৃশংস ভাবে হত্যা করে অলক্ষ্যে প্রতিনিয়ত
দাগী হত্যাকারীর সতর্ক অসতর্কতায়।

তড়পানো হৃদয়ের অলৌকিক অন্ধকারের সিঁড়ি বেয়ে,
নীরব তোলপাড়ে ব্লুজ শুনতে শুনতে
লিখে ফেলা যায় দু’চার ছত্র চরম অনায়াস ভঙ্গিতে;

মুগ্ধপ্রাণে অতিথি হয়েছিলে নিষিদ্ধ সরাইখানায়
বিস্মিত যৌবন প্রতিভায়;
দুর্বিষহ জোয়ারে ভেসে গেলে দূর শৈবাল সাগরে,
বিষণ্ণতার আদিম গুহায় আশ্চর্য কৌশলে নিরবধি কাল
জ্বালিয়ে রাখা অনুগত-প্রাণ সন্ধ্যাপ্রদীপ ফেলে!

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ