দিনশেষে একদিন

নাজমুল হুদা ২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ১২:২৩:২৫অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
প্রাক্তন দুঃখের পুঁজিবাদী এক পাখি;
.
প্রয়োজনের যে ডাক বুঝে না
নখের ভিতর ধারালো স্বপ্ন নিয়ে
ভারসাম্য ভুলে উড়ে উড়ে বেড়ায়
বসে না- নিরাপদ এক মনের খাঁচায়
সে প্রিয় হলেও,প্রিয়জন হতে চায় না।
.
জেনেছি একদিন
অতিথি পাখিদের অবাধ্য সুখ গিলে
লাগামহীন সঙ্গমে মানে না খাঁচার সুখ,
 .
হয়ত এখন পাখিটিও বুঝে না
কেউ জানবে না
স্বাধীনতা কখনো সুখের হলেও
হচ্ছে- "নষ্ট-ভ্রষ্ট প্রিয় কারো মানুষ।"
[ছবিটি ব্লগ থেকে নেয়া]
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ