দিকশুন্য কাব্য

রিয়েল আবদুল্লাহ ২৭ জুলাই ২০২০, সোমবার, ১২:৩৮:৪৯অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

বাহিরে দুগ্ধবতী চাঁদের আলো

ক্রমশ স্তিমিত হয়ে আসে,

হুতুম প্যাঁচা ডাগর চোখ মেলে চায়

দ্রুত অন্ধকার নামে--বেদম হাসে।

 

একগুচ্ছ জোনাকি মেলে ময়ূর পেখম

দূরে কলাবনে বাঁদুরের ঝাঁক,

ঝিঁঝিঁপোকা একটানা সানাই বাজায় 

খুঁজি কোথায় ভালবাসার ডাক।

 

এই রাত কোথাও নিবিড়-কোথাও ঝাঁঝালো

বুকের ভেতরে তেজী অশ্বের হাঁক,

সময় বদলে গেছে-চাঁদও লুকোচুরি খেলে

মূহুর্তেই পাল্টে যায় কবিতার বাঁক।

 

গভীর থেকে গভীরে নামে সংশয়-বিষ্ময়

বিপন্ন জীবনের গান তেতে ওঠে,

চাওয়া-পাওয়াগুলো নিঃস্ব হয়ে যায় ক্রমশ

বেদনার গল্পগুলো দিকশুন্য ছুটে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ