দায়ভার

পাগলা জাঈদ ৮ অক্টোবর ২০১৩, মঙ্গলবার, ০২:৩২:৫৫অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

প্রেমিকার বদলে মাথা রাখি ইউরেনিয়াম ড্রামে,
গ্রীন হাউজ ইফেক্ট কে নিয়মিত মধ্যাঙ্গুলী প্রদর্শনের মহড়ায়-
সময়ের সাথে কামনার দ্রবণ,
দ্রবীভূত সভ্যতার সিংহাসনে নেশাগ্রস্থ সমাজপতি,
তোমরা ভাবতেই পার অতিরিক্ত উচ্চতায় অক্সিজেনের অভাব ,
আমি বলব, এ তোমাদের জন্যে জীবন্ত কাউন্ট ড্রাকুলা হবার দুর্লভ আহবান ।
কবি হয়েও কবিতার উপমায় শুভ্র টিউলিপ নেই,
দায়ভার টা কার কাঁধে ?

ইলেক্ট্রনের চাপে প্রতিনিয়ত নতজানু প্রোটন,
কুমিরের পেটে গোখরার ভ্রুণ,
একশো ডিগ্রী সেন্ট্রিগ্রেট তাপমাত্রায় জমে ওঠা ভ্রান্ত বরফের চাঁই,
তোমরা ভাবতেই পার, উত্তর মেরুর হ্যালুসিনেশন,
আমি বলব এ আমাদের বর্বরতার সপ্তডিঙ্গা ।
কবি হয়েও প্রেমিকা কে হতাশ করে লিখতে হচ্ছে কবিতার পঙতি,
দায়ভারটা কোথায় চাপাবো ?

শিশির ভেঁজা ভোরে সোঁদা মাটির গন্ধ নেই
পেট্রলিয়ামের থাবায় স্তম্ভিত গ্রানাইট স্তুপ,
ম্যাগনেটিভ রেডিয়াম আলোয় বিভ্রান্ত চড়ুই দম্পতি
রুদ্রতার প্রতিমুর্তি হয়ে ভ্যাকুয়াম আকাশ স্তরে এফ সিক্সটিনের ঝাঁক
তোমরা ভাবতেই পার প্লাটিনাম প্লেটেড চাঁদ বেঁকে বসেছে,
আমি বলব, এ আমাদের জন্যে স্রষ্টার আশীর্বাদ ।
কবি হয়েও গণমৃত্যুর তীব্র কামনা,
দায়ভার কি এবার বুভূক্ষ সভ্যতার ?

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ