দাস নয় কে প্রভু?

বোরহানুল ইসলাম লিটন ৫ নভেম্বর ২০২১, শুক্রবার, ০৭:১৮:৪৭পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

দাও দু’চরণ প্রভু!
থাক না যতোই পাপ কালিমা
মুক্ত করে তবু!

নয় কি তোমার দাস?
ক্যান তবে তার করবে তুমি
বাঞ্ছা যা বিনাশ?

অধম ভেবে রোজ যদি দাও
বক্ষে দুখের ভার,
আসবে জানি হার,
নয় তবে কি সবার তরে
মাগফেরাতের দ্বার?

গন্ধ বা গাদ হতেই পারে
থাকলে জেগে জল,
হোক হয়ে অতল,
তাই বলে কি বন্ধ করো
আষাঢ় মাসের ঢল?

মাফ করে দাও তুমি!
নয় কে তোমার দাস গো প্রভু
আঁধার গেলে চুমি??

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৩৪০জন ২৪২জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ