দালান জাহানের পাঁচটি কবিতা

দালান জাহান ২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ১০:৫০:১৯অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

হৃদয়ের ফুল
দালান জাহান

বাড়ির সামনে যে শাসনের বাগান
তাতে কেবলই ফোটে
মালির হাতের পাঁচটি আঙুল
ফুল তো বনেও ফোটে মনেও ফোটে।

প্রকৃত ফুল ফুটাতে হয় হৃদয়ে
যে ফুল ফুটলে মানুষও হয়
বৃক্ষের মতো প্রণয়নত।

দালান জাহান
১৯.০১.২০
সখিপুর।

প্রেমিক অথবা বিধাতার হাসি
দালান জাহান

সূর্যের চেয়ে মহান প্রতিপক্ষ
আমার দিকে হা-করে অভিশাপ ছাড়ে
আমি অহল্যার মতো দৌড়াতে থাকি
যতক্ষণে না জলে ডোব দেই
ততক্ষণে পোড়ে যায় বেগুনি আকাশ।

অক্সিজেনহীন পৃথিবীর সন্ধ্যায়
আমি একমাত্র দাহ্য পদার্থ
ফসফরাসের মতো জ্বলতে থাকি।

গঙ্গায় প্রতিধ্বনিত হয় প্রেমিক
অথবা বিধাতার হাসি।

দালান জাহান
১৯.০১.২০
সখিপুর।

দুঃখ আমার সাথে ঘুমিয়ে থাকুক
দালান জাহান

কোন এক জোছনা রাতে
আমি তোমার অতিথি হবো
তুমি জ্বালিয়ে রেখো তোমার যতো দুঃখ শিখা।

তোমার সব দুঃখ উঁচিয়ে উঠে যাবো মহাশূন্যে
তুমি দুঃখ শব্দটার কবর দিও
আমার কবরের উপর।

দুঃখ আমার সাথে ঘুমিয়ে থাকুক।

দালান জাহান
১৭.১.২০
সখিপুর।

কোথাও কেউ নেই
দালান জাহান

জলদাসের জলকষ্টে শ্বাস ভাঙে মাতা মহুরী
বিম্বিত সাহসে শহীদের মতো
পবিত্র হয় বসন্ত পাতা
চার রাস্তায় দাঁড়িয়ে অশ্রু ছাড়ে
মোড়ল বাড়ির বিধবা কুকুর
কালের গর্ভে ঢুকে সন্ধ্যার ধ্বনি
সম্মিলিত উচ্চারণ করে
কোথাও কেউ নেই কোথাও কেউ নেই।

সদ্য নারী ছেঁড়া ভূমিষ্ট শিশুর
কান্নার অনুবাদে অঙ্কিত স্বর
শিল্পের শহরে ভালোবাসা নেই
পলিথিনের মতো কবিতা ওড়ে।

দালান জাহান
২১.০৫.১৯
সখিপুর

মানুষ সবসময় বৃক্ষ হয় না
দালান জাহান

শুনুন আপনারা বটতলায় আসুন
এবং দেখে যান তাদের শাশ্বত আলিঙ্গন
এরপর আপনিও সিদ্ধান্ত নিয়ে
বৃক্ষ হবার দরখাস্ত করতে পারেন।

পুনশ্চঃ মানুষ সবসময় বৃক্ষ হয় না
যদি না কুমারী চাঁদের দুধে ভিজে
সদ্য যৌবন পাওয়া বালকের মুখ।

দালান জাহান

১৯.০১.২০

সখিপুর

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ