দাবায়া রাখতে পারবা না

আতা স্বপন ৭ মার্চ ২০২০, শনিবার, ১০:৫৪:৩৫পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

মার্চ এলেই মনে পড়ে
মুজিব তোমার কথা
৭ই মার্চের গর্জনে
চেয়েছিলে স্বাধীনতা।

তোমার স্বপ্ন সোনার বাংলা
গড়তে হলে এখন
মুজিব তুমি কোথায় আছো
তোমারই প্রয়োজন।

তোমার মত কেউ ভাবে না
তেমন হয়নি কেহ
কোথায় তোমার ভালবাসা
মায়া আর স্নেহ।

আজকে যারা তোমার নামে
হাজার স্বপ্ন দেখে
নিজের স্বপ্ন করছে পুরন
তোমায় সামনে রেখে।

আজ দেখ স্বাধীনতা
ডিশের কাছে আধা
আমার দেশের সংস্কুতিটা
দাদার কাছে বাধা।

তোমার মত উচ্চ কন্ঠে
কেউ আর বলে না
আমি বাংগালী আমি মুসলামান
দাবায়া রাখতে পারবা না।

এই ঘোষনার শ্রদ্ধা জানাতেে

দাবি একটাই

মুসলমানের শত্রু

মুদি ছাড়া

মুজিব বর্ষ চাই।

 

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ