
ভালোবাসা তারা হয়ে গেছে,
পাশের বাড়ির লাগোয়া আকাশ পেরুলেই কি তার দেখা মিলবে?
আজন্ম নির্বাসিতার বিসর্জিত প্রেমের কিসসা মুখে মুখে রটে গেছে,
প্রেম এখন দুর্নামগ্রস্ত এক অনু ঘটন!
অপরিনামদর্শী সরলতম মনের পোস্টমর্টেম হয়েছে রক্ষণশীল নীতির ল্যাবরেটরীতে।
এইসব ঘটনার অণুচক্রিকা তুমি জানো নিশ্চয়ই?
রায় হয়ে গেছে সনাতনী দেওয়ানি আদালতে,
বেশি কিছুনা কেবল চরিত্রহীনের তকমাটা সেঁটে দেওয়া হয়েছে কপালে;
যেখানটায় তুমি পরো রাজটীকা।
সাজা শুনে তার হাসি পায়, অট্টহাসি!
বিজ্ঞ আদালত সংবিধান বোঝে, বোঝেনা শুধু মন!
ওরা জানেনা সে শুধু ভালোবেসে নিজেকে কিছু দিতে চেয়েছে শেষ বেলায় __
চরিত্রহীন কখনো ভালোবাসেনা,শরীর কিংবা খদ্দের খোঁজে।
এখন তার নির্ভার দেহাবয়ব রোদে পোড়ে, বৃষ্টিতে ভিজে,
কিন্তু মন!
অন্ধকার প্রকোষ্ঠে আজীবন সাজাপ্রাপ্ত।
এখানে রাত হয়না দিন ও না, সকাল, দুপুর, বিকেল খোলেনা স্মৃতির দ্বার।
চাঁদ- সূর্য, গ্রহ-তারা একে একে করছে ছেড়ে যাওয়ার পায়তারা,
ভোরের নরম রোদ মুক্তো সদৃশ শিশির কেউ আর তার নয়,
গোলাপ এক রাজকীয় সৌকর্য সম্ভার, ও না হলে ও চলে, কিন্তু রক্তজবা!
সে-তো তার বাড়ির উঠোনে ফোটে, সে কেন পালায় ছুটে?
তুমি সবই জানতে __
বলো জানতেনা?
তাকে বিচারের মুখোমুখি হতে হবে?
কার কথা বলছি?
সে ও বলে দিতে হবে?
অকপটে ভালোবাসে যে, সেই বোকা মেয়েটা!
কর্পোরেট হিসেবে সে যে বড্ড কাঁচা।
ভালোই চাল চেলেছ বলো, মন্ত্রী এখন তোমার দখলে রাজা ও কোণঠাসা ; কুপোকাত হতে কতক্ষণ!
যে পুতুল খেলা বোঝেনা সে-তো দাবায় হারবেই।
১০টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
আমিও দাবা বুঝিনা। দাবারু হতে হলে চাল দিতে জানতে হয় ভালো।।।চাল যখন নেই তখন জিত কোথায়??? এভাবেই চলে কেউ জিতে গিয়ে ভালো থাকে আর কেউ হেরে গিয়ে আজীবন কষ্টে কাটায়!!! শুভ কামনা অশেষ!!!
খাদিজাতুল কুবরা
ঠিকই বলেছ, জীবন এক দাবার আসর, গ্রান্ড মাস্টার তো সবাই হতে পারে না। হেরে যাওয়াদের পাল্লাই ভারী।
ধন্যবাদ বন্ধু উৎসাহিত করার জন্য
আলমগীর সরকার লিটন
ভালবাসার কোন আকার নেই খুব সুন্দর লাগল কবি আপু ভাল থাকবেন সব সময়
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ লিটন দা।
ভালো থাকবেন শুভেচ্ছা অবিরত
হালিমা আক্তার
আদালত মন বুঝবে কি করে। সেখানে মনের ধারা নেই যে। তবে আমি ও দাবা খেলতে পারি না। চমৎকার লিখেছো। শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
আপু দাবা মজার খেলা তবে আমি ও পারিনা। ক্যারাম খেলি একটু একটু।
ভালো থাকবেন আপু ধন্যবাদ
নার্গিস রশিদ
দাবা খেলতে আমার খুব ভালো লাগে। চমৎকার লেখা। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ বড় আপা। দাবা খেলা শিখব।
ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
দাবায় দাবায় অনেক সুন্দর করেই বলতে পেরেছেন, “বিজ্ঞ আদালত সংবিধান বোঝে, বোঝেনা শুধু মন”
শীঘ্র এত্ত এমন সুন্দর লেখা পড়েছি বলে মনে করতে পারছি না, ভুলো মন!!
আপনি সব সময় ই ভাল লেখেন, যদিও।
খাদিজাতুল কুবরা
স্বীকার করছি, খুব কাছের মানুষের আঘাতে বিদগ্ধ হয়ে লিখেছিলাম। আত্মপক্ষ সমর্থনের আর কোন সুযোগ ছিলোনা।
আপনার মতো গুনীজন আমার লেখা পড়েন এ যে কতবড় প্রাপ্তি!
সত্যি খুশি লাগছে। স্বাগতম জানাবো ভাবছি অযাচিত সব দুঃখকে।
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়।