দানেই বাঁচে প্রাণ

বোরহানুল ইসলাম লিটন ৩০ জানুয়ারি ২০২২, রবিবার, ০৮:৩৩:৪৫পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

উজার করে ঢেলে বুকের আশা,
কয় না তবু মেঘের ধারা
কে প্রকৃত চাষা,
কৃতজ্ঞতায় বীথি,
গায় জেনেও হিম ছায়ে রোজ
তারই সুনাম গীতি।

নিশির বুকে একলা জেগে চান,
সেও করে তার সুখের ছটা
পরের তরে দান।
প্রেম পিয়াসী যতো,
বিশ্বাসে তাই মুখ বুজে সয়
দিনের দেয়া ক্ষত।

বুঝে যে কেউ মাগনা খেয়ে ভাঙ,
ভাবলে বসে ‘আমিই কালের
সুর সু’ বাহী গাঙ’,
ঘোর গেলে শেষ খাদে,
থাকবে কি তার স্বপ্ন বেঁচে
বিরান গৃহের ছাদে?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ