কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে থরে থরে
তাই ওটা খেলে গলা ধরে
কিন্তু এটা দাদু বোঝে না
তিনি বলেন, ওরে! যারা কাইজা করে
শুধু তাদেরই গলা ধরে।
ইদানীং আমার ঘুম হয় না
কারণ আমার মাঝে
ট্রিপ্টোফ্যান নামক এক ধরনের
এমাইনো এসিডের অভাব আছে,
যার ফলে সেরোটোনিন নামক
নিউরোট্রান্সমিটার হ্রাস পেয়েছে
কিন্তু এটা দাদু বোঝে না।
তিনি বলেন, ওরে! হাম্বল বুরুজের মধ্য দুপুরে
একাকী পথ চলবার সময়ে সাত রাস্তার পারে
জ্বালিষ্ঠ দানবের নজর পড়েছে
সাথে লোলুপ জীনের আসড় আছে
তাই ঘুম হয় না।
আমি বললাম, দাদু! ডাক্তারের কাছে গিয়েছি
তিনি বললেন, ও সব কিছু হবে না রে!
দবির হুজুরের কাছে যেতে বলেছি
সাদা মোরগের রক্তে জাফরান কালি মিশায়ে
তাবিজ লিখে দিবে রে!
বাজুতে বেঁধে রাখবি
সব ঠিক হয়ে যাবি।
দাদুকে বললাম তোমার চুল পেকেছে
কারণ মেলানিন নামক হরমোন কমেছে
দাদু বলেন, ওরে!
কবরের ডাকে
চুল পাকে।
দাদু পাজামা বোঝে কিন্তু জিন্স প্যান্ট বোঝে না
হা-ডু-ডু বোঝে, লেগ স্পিন বোঝে না
ভাটিয়ালী বোঝে কিন্তু মেটালিকা বোঝে না
দুধ বোঝে,কফি বোঝে না।
আমি দাদুকে বলেছি,
দাদু! বর্তমানকে বুঝতে চেষ্টা কর
কারণ আমরা সব সময়ই বর্তমানে থাকি।
তিনি বলেন, অতীতকে কেন হেলা কর
আমরা এসেছিই অতীত থাকি।
Thumbnails managed by ThumbPress
১৪টি মন্তব্য
লীলাবতী
জটিলস , মুগ্ধ হলাম ভাইয়া (y) -{@
গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা
ধন্যবাদ -{@
আমি অনুপ্রাণিত (3
নীলকন্ঠ জয়
দারুণ। আসলে চাইলেও অতীতকে খাটো করা চলে না।
শুভেচ্ছা। -{@
গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা
শুভেচ্ছা গ্রহণ করুন নীল কন্ঠজয় -{@
ব্লগার সজীব
কবিতায় ভিন্নতার স্বাদ পেলাম ভাই (y)
গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা
কৃতজ্ঞতা -{@
খসড়া
অসম্ভব সুন্দর। মুগ্ধ হলাম।কপি করে রেখে দিলাম নিজের সংগ্রহে।
গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা
শুভকামনা -{@
আমি উৎসাহিত এবং অনুপ্রানিত (3
জিসান শা ইকরাম
অতীতের উপর যে আমরা দাড়িয়ে আছি
ভীত না থাকলে শুন্যে দাড়ানো যায় না
ফাউন্ডেশন বাদে ভবন হয় না
ফাউন্ডেশন হচ্ছে অতীত – যেমনটা দাদু বলেছেন ।
রসায়নের ছাত্র ছিলেন নাকি ? 🙂
ভালো লেগেছে অনেক অনেক ।
গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা
অতীতের উপর যে আমরা দাড়িয়ে আছি
ভীত না থাকলে শুন্যে দাড়ানো যায় না
ফাউন্ডেশন বাদে ভবন হয় না
ফাউন্ডেশন হচ্ছে অতীত —ঠিক বলেছেন (y)
ছাত্র ছিলাম মেনেজমেন্টের তবে এস এস সি এবং এইচ এস সি তে সাইন্স ছিল।
অনেক অনেক শুভকামনা -{@
শুন্য শুন্যালয়
দারুণ ..দারুণ
আপনার আইডি টা আমার বেশ পছন্দ হয়েছে ..
এরকম সুন্দর লেখা আরও চাই
গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা
শুভেচ্ছা গ্রহণ করুন -{@
আমি কৃতজ্ঞ
হলুদ পরী সাদা নাকফুল
তিনি বলেন, অতীতকে কেন হেলা কর
আমরা এসেছিই অতীত থাকি।
——————————– দাদু কিন্তু ঠিক বলেছেন……………… আমরা সবাই এসেছি অতীত থেকে বর্তমান বা ভবিষ্যৎ থেকে নয়।
কৃষ্ণমানব
আসলেই দাদু বোঝে না ।
অসাধারণ হয়েছে