
দাঁড়াও,
ফিরে আসার পথে তোমায় নিয়ে যাবো-
সেই স্মৃতিময় মুহূর্তগুলোতে,
যেখানে সৃষ্টি হয়েছিল সুমধুর সম্পর্ক /
তুমি কী ভেবেছ, আমি ভুলেছি-
তবে মিথ্যে ভেবেছ,
হয়তো সমাপ্তি ঘটেছে মাত্র -
খানিক সময়ের চৌরাস্তায়,
তবু স্মৃতির দেয়ালে অতীত গুলো ভরে উঠে
সাজানো রূপকথায়/
জীবন তো একটা গল্প -সুখ শূন্যতা জুড়েই
হয়তো আমি সে গল্পে একজন,
ইচ্ছে অনুভূতির এক দৃঢ়তা!
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর এক গভীর অনুভব প্রকাশ
অনেক শুভ কামনা রইল———–
সঞ্জয় মালাকার
কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
ভালো থাকবেন শুভ কামনা সবসময়।
হালিমা আক্তার
গল্প জীবনের টুকরো টুকরো স্মৃতি ঘেরা শব্দের আলাপন। চমৎকার লিখেছেন। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু,
মন্তব্যে মুগ্ধতা, ভালো থাকবেন শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
স্মৃতি সারাজীবন সম্পর্ককে আগলে রাখে
চাইলেও ভুলতে দেয় না!
সুন্দর অনুভবী উচ্চারণ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
মার্ত্র> মাত্র, ক্ষানিক> খানিক, রুপকথায়> রূপকথায় হবে কি না দেখবেন।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু,
ভালো থাকবেন শুভ কামনা,
মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা।
টাইপিং মিস্টেক ছিলো আমি সম্পদনা করে দিয়েছি।
বোরহানুল ইসলাম লিটন
’বোরহানুল ইসলাম লিটন’ মেয়েদের নাম হয় না
অথচ আপনী আমাকে বার বার আপু সম্বোধন করে চলেছেন!
অন্যকে হেয় প্রতিপন্ন করাণার্থে সাধিত যে কোন কর্মই আমি ঘৃণা করি
তাই আপনাকে অনুরোধ করছি আপনী আমার পাতায় আর যাবেন না।
বুঝতে পারছি আপনী সোনেলা’র চোখে অত্যন্ত মূল্যবান
নইলে এহেন খাপছাড়া কর্ম কর্তৃপক্ষের সহ্য করার কথা নয়!
সঞ্জয় মালাকার
আমি অত্যান্ত দুঃখিত ভাইজান,
আপু বলার জন্য!
ভালো থাকবেন শুভ কামনা।
নার্গিস রশিদ
আপনার কবিতা ভালো লাগলো । ছবিটা আরও সুন্দর । মনে হচ্ছে পাখা ঝাপটানো পাতি হাঁস । শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু,কৃতজ্ঞতা ও মুগ্ধতা।
ভালো থাকবেন সব সময় শুভ কামনা //
হালিম নজরুল
স্মৃতিবন্দনা। শুভকামনা।
সঞ্জয় মালাকার
কৃতজ্ঞতা ও মুগ্ধতা দাদা।
ভালো থাকবেন সব সময়
শুভ কামনা //