দাঁড়াও

সঞ্জয় মালাকার ২৮ আগস্ট ২০২২, রবিবার, ০৫:৫০:৩১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

দাঁড়াও,

ফিরে আসার পথে তোমায় নিয়ে যাবো-

সেই স্মৃতিময় মুহূর্তগুলোতে,

যেখানে সৃষ্টি হয়েছিল সুমধুর সম্পর্ক /

 

তুমি কী ভেবেছ, আমি ভুলেছি-

তবে মিথ্যে ভেবেছ,

হয়তো সমাপ্তি ঘটেছে মাত্র -

খানিক সময়ের চৌরাস্তায়,

তবু স্মৃতির দেয়ালে অতীত গুলো ভরে উঠে

সাজানো রূপকথায়/

 

জীবন তো একটা গল্প -সুখ শূন্যতা জুড়েই

হয়তো আমি সে গল্পে একজন,

ইচ্ছে অনুভূতির এক দৃঢ়তা!

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ