দহন ( নাজিফাহ্‌ নামা )

প্রিন্স মাহমুদ ১৯ নভেম্বর ২০১৩, মঙ্গলবার, ০২:১০:৪৬পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ৭ মন্তব্য

ভাঁজ করা মৌন মলিন স্মৃতির পৃষ্ঠা
জুড়ে দেখি পুরনো নীল আকাশ ;
স্বপ্নহীনতাকে এখন ঘিরে রাখে
অপ্রয়োজনীয় যত পরিচিত দীর্ঘশ্বাস ।

নাজিফাহ এখনো তুমি সাদা শঙ্খচিল
নতুন ভোরের তৃষিত হৃদয়জুড়ে ;
এখনো তুমি শরতের নীলাকাশ
নগ্ন দুপায়ের সন্ধ্যা রাগিণী সুরে ।

কোথায় হারালে ? কোন সে খেয়ালে ?
নীরবে অভিমানে কতো আড়ালে ?
ক্লান্ত গোধূলি ঘুম চোখে , অচেনা সুখে
অতৃপ্ততায় স্বপ্নচারী বিরহী মায়াজালে ।

যত সন্ধ্যা নামে , শ্রাবণের দামে
হতাশার মোমবাতি হয় স্নিগ্ধ কদমফুল ;
আশৈশব একাকী দহনে , এমনি ক্ষণে
ভেসে উঠে বালুচরে কিছু অনাদায়ী ভুল ।

সীমাহীন আঁধারে হারিয়েছে ভালোবাসা
উচ্ছাসে ভরা উল্লাসের সেই ক্ষণগুলো ;
ঘুমহারা দৃষ্টি নিয়ে জেগে থেকে সারারাত
জেনেছি এই হৃদয় বেদনার চর হলো ।

তবু বেঁচে থাকা অপলক উৎপীড়নে
তবু সংগ্রামী স্বপ্ন দেখা উন্মুক্ত উন্মাদনায় ;
ফেরারি যন্ত্রনার যত শুভ্র পালক আছে
ডায়েরীর নিশ্চুপ পাতায় , তারা কেঁদে উঠায় ।

দুঃখ সুখের জীবন খেলায় কল্পনাতে
বিরহের স্পন্দনে তাজমহল বাঁধতে পারি
ক্ষতবিক্ষত দুঃখের বন্যায় তোমার কাছে
তবু হৃদয়ের পুনর্বাসন চাইতে পারি ।

গভীর অতলে থেকে যাওয়া
শান্ত স্মৃতির রংচটা ফ্রেমে
খেঁটে খাওয়া প্রেমিক যে
আমি পড়েছি তোমার প্রেমে ।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ