দশটি কবিতিকা

মাহবুবুল আলম ৩১ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ০৬:৩০:১৩অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

এক.

আমার ঘুম হরণ করে সুখে নিদ্রা যাও

উথাল পাতাল দোলে আমার,

মন পবনের নাও।

 

দুই.

কালো ভ্রমর যদি পায়

গোলাপের ঘ্রাণ

উঠে দাঁড়ায় নিস্তেজ

ফিরে পায় প্রাণ।

 

তিন.

তোমার সাধনা গীতা

আমার হলো কুরআন,

কী করে হবে দু’জনের

সম্পর্কের সমাধান।

 

চার.

তোমার সাথে আছি সারাক্ষণ

যেমন থাকে রৌদ্র আলো-ছায়া

ভালোবাসার সুন্দর ভুবনে

তুমি আমার অশরীরি কায়া।

 

পাঁচ

আমায় বিকিয়ে তুমি

সুখ নিয়েছো কিনে

পরিপুষ্ঠ হচ্ছ নিজে,

দুঃখ কষ্ট বিনে।

 

ছয়.

নষ্ট মানুষ কষ্ট দিয়ে

চলে গেল দূরে

তবু কেন অবুঝ মনটা

তার পেছনে ঘুরে।

 

সাত.

নদীর কাছে দুঃখের কথা,

বলতে গিয়ে দেখি

বুকে তাহার হাজার কষ্ট

বলবো তাকে কী?

 

আট.

এমনই যে আপন

 

নয়.

শরীরের অলিগলি চেনা

জিহ্বার স্বাদ ও তার জানা

তবু মনে হয়, দূরের মানুষ

মনে হয় যেনো চির অচেনা।

 

দশ.

আমার গহন বুকের ভেতর

বইছে একটা নদী

খরস্রোতা কাটাল নদী

ভাঙছে নিরবদী।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ